লিফটের দরজা খুলতেই পোষ্য কুকুরকে নিয়ে ঢুকলেন এক মহিলা। লিফটের বাইরে কাউকে দেখে কুকুরটি তেড়ে যাওয়ার চেষ্টা করছিল। সেটিকে টেনে ভিতরে সরিয়ে নিয়ে আসেন মহিলা। লিফটের এক কোনায় আগে থেকেই দাঁড়িয়েছিল এক খুদে স্কুলপড়ুয়া।
কুকুরটির ও রকম আক্রমণাত্মক ভাব দেখে ভয়ে একটু সিঁটিয়েই গিয়েছিল ছেলেটি। লিফটের দরজা বন্ধ হল। লিফট উপরের দিকে উঠতে শুরু করল। পরের তলায় নামার জন্য খুদে লিফটের দরজার দিকে এগিয়ে যেতেই মহিলার পাশে দাঁড়ানো কুকুরটি ঝাঁপিয়ে পড়ে তার উরুতে জোর একটা কামড় বসিয়ে দিল। উরুতে হাত বোলাতে বোলাতে লাফাচ্ছিল আর যন্ত্রণায় ছটফট করছিল ছেলেটি।
ये वीडियो ग़ाज़ियाबाद का है। जहां लिफ़्ट में कुत्ते ने एक बच्चे को काट लिया।
— Shubhankar Mishra (@shubhankrmishra) September 6, 2022
गौर करने वाली बात है कि बच्चा दर्द में दिख रहा है पर फिर भी मानों जैसे कुत्ते की मालकिन पर इसका कोई असर ही नहीं। pic.twitter.com/5JLhPdNQgd
আরও পড়ুন:
চোখের সামনে একটি ছোট ছেলেকে যন্ত্রণায় ছটফট করতে দেখেও নির্বিকার থাকলেন মহিলা। কোনও রকম সাহায্যের চেষ্টাও করলেন না। ছেলেটি বার বার নিজের উরুর দিকে তাকাচ্ছিল আর যন্ত্রণায় কাতরে উঠছিল। এর পরই হঠাৎ লিফটের দরজা খুলে যায়। মহিলা তাঁর পোষ্যকে নিয়ে নির্বিকার ভাবেই লিফট থেকে বেরিয়ে যান। তাঁর ভাব এমন ছিল যে, লিফটের ভিতরে কোনও কিছুই হয়নি।
সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ছেলেটির অভিভাবক মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এক কিশোরকে পোষ্য কুকুর কামড়েছে লিফটের ভিতরে। মালিক দেখার পরেও কোনও রকম সাহায্য করেননি। এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।