আট মাসের লড়াই শেষে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ বার আর এক লড়াইয়ের জন্য তৈরি গোরক্ষপুরের ‘বিতর্কিত’ চিকিৎসক কাফিল খান। কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থাকতে অবিলম্বে কোঝিকোড় যাচ্ছেন তিনি। যদিও তাঁর এই সিদ্ধান্তে চিন্তিত পরিবারের সদস্যেরা।
গত সেপ্টেম্বরে গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনার পর দুর্নীতির অভিযোগে বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক কাফিলকে জেলে পাঠিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। হাসপাতাল থেকেও ‘সাসপেন্ড’ করা হয়েছিল তাঁকে। চিকিৎসকের দায়িত্ব পালনে এ বার তাই কেরল যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন কাফিল। গত মঙ্গলবার এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টকে স্বাগত জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার পর থেকে চলছে কেরল যাওয়ার প্রস্তুতি। সেই সঙ্গে পরিবারে কান্নাকাটি, বাড়ছে দুশ্চিন্তাও। কারণ, নিপা-য় আক্রান্ত হয়ে কেরলে ইতিমধ্যে মারা গিয়েছেন ১০ জন রোগী এবং লিনি পুতুসেরি নামে এক নার্স।
কাফিলের দাদা আদিল ফোনে বুধবার বলেন, ‘‘এক মাসও হয়নি জেল থেকে ভাই বাড়ি ফিরেছে। এর মধ্যে কেরল যাওয়ার সিদ্ধান্তে স্বভাবতই আমরা দুশ্চিন্তায়।’’ কাফিল নিজেও ফোনে বলছেন, ‘‘আমি যাব শোনার পর থেকে মা কাঁদছেন। স্ত্রীও যেতে বারণ করছেন। ওদের ভয়, আমার সংক্রমণ হয়ে গেলে হয়তো আর বাড়ি ফিরব না। তবে ওঁদের বুঝিয়েছি, চিকিৎসক হিসাবে এটুকু ঝুঁকি তো নিতেই হবে।’’