Advertisement
০৭ মে ২০২৪
plane accident

Plane Accident: বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বিমানের ডানার, তার পর?

সে সময় বিমান়টিতে যাত্রীরা ছিলেন। সংঘর্ষের ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

রানওয়ের দিকে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির।

রানওয়ের দিকে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৭:৪৮
Share: Save:

দিল্লি বিমানবন্দরে টার্মিনাল থেকে রানওয়েতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি একটি যাত্রিবাহী বিমান। সোমবার দিল্লি থেকে জম্মু গামী একটি স্পাইস জেট বিমান এই দুর্ঘটনার মুখোমুখি হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সে সময় বিমান়টিতে যাত্রীরা ছিলেন। সংঘর্ষের ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানের এক দিকের ডানার ক্ষতি হয়। ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিটিও। তবে এর ফলে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
পরে বিমানটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।


দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল বিমানটির। এই বিমানের যাত্রীদের জন্য একটি অন্য বিমানে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও বিমানবন্দরের এক আধিকারিকরা জানিয়েছেন।

স্পাইস জেটের এক মুখপাত্র বলেছেন, ‘‘সোমবার, স্পাইস জেট ফ্লাইট এসজি ১৬০ দিল্লি থেকে জম্মুর পথে উড়ে যেত। রানওয়ের দিকে যাওয়ার সময় বিমানের ডান দিকের ডানার পিছনের প্রান্তের সঙ্গে একটি খুঁটির ধাক্কা লাগে। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।’’ তবে এই ঘটনায় কেউ আহত হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

plane accident Delhi Jammu Spice Jet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE