Advertisement
২২ মে ২০২৪

কাশ্মীরের মাটিতে পাক জার্সি গায়ে ক্রিকেট খেলল কারা? খোঁজ শুরু

ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে। দু’দল মুখোমুখি দাঁড়িয়ে। এক দলের খেলোয়াড়দের গায়ে সবুজ রঙের পাক জাতীয় ক্রিকেট দলের জার্সি। আর এক দলের খেলোয়াড়দের গায়ে সাদা জার্সি।ম্যাচ শুরু হওয়ার আগে ধারাভাষ্যকারের ঘোষণা, শ্রদ্ধা জানানোর উদ্দেশেই এ বার বাজবে পাক জাতীয় সঙ্গীত।

বিতর্ক: পাক জাতীয় দলের জার্সিতে কাশ্মীরের টিম। ছবি: টুইটার

বিতর্ক: পাক জাতীয় দলের জার্সিতে কাশ্মীরের টিম। ছবি: টুইটার

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
Share: Save:

ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে। দু’দল মুখোমুখি দাঁড়িয়ে। এক দলের খেলোয়াড়দের গায়ে সবুজ রঙের পাক জাতীয় ক্রিকেট দলের জার্সি। আর এক দলের খেলোয়াড়দের গায়ে সাদা জার্সি। ম্যাচ শুরু হওয়ার আগে ধারাভাষ্যকারের ঘোষণা, শ্রদ্ধা জানানোর উদ্দেশেই এ বার বাজবে পাক জাতীয় সঙ্গীত। আর তার পরেই স্পিকারে বেজে উঠল পাকিস্তানের জাতীয় সঙ্গীত।

এ রকমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ভিডিওটি থেকে স্পষ্ট, পাকিস্তানের মাটিতে নয়, বরং ভারতেই হয়েছে এই ম্যাচ। ঘটনাস্থল জম্মু ও কাশ্মীর। ভোটের দিন কয়েক আগে এই ভিডিও সামনে আসায় তড়িঘড়ি ওই তরুণ খেলোয়াড়দের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কয়েক জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।

জম্মু-কাশ্মীরের গান্ধেরবাল জেলায় দুই ক্লাবের মধ্যে এই ক্রিকেট ম্যাচটি হয়েছিল। তবে ঠিক কোন মাঠে, কবে, কখন ওই ক্রিকেট ম্যাচটি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: গোটা কাশ্মীরই ভারতের: সংসদে সরব সুষমা

এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, জার্সি দেখে মনে হচ্ছে, গত বছর গ্রীষ্মে ওই ভিডিওটি তোলা হয়েছে। তবে এ নিয়ে তদন্ত হচ্ছে। তার পরেই সব কিছু বোঝা যাবে।

কিন্তু পুলিশের অন্য একটি সূত্রের দাবি, দিন কয়েক আগেই ওই ম্যাচটি খেলা হয়েছে। সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালে স্কুল-কলেজ বন্ধ ছিল। তখনই তরুণরা ওই ম্যাচ খেলেছে।

পাকিস্তানের জার্সি পরে খেলা অবশ্য উপত্যকায় এটা নতুন ঘটনা নয়। সেই ১৯৯০ সালের গোড়া থেকে চলে আসছে এ রকম ঘটনা। এমনকী, জঙ্গিদের নামেও স্থানীয় তিনটি ক্রিকেট ক্লাবের নাম দেওয়া হয়েছে। যেমন— বুরহান লায়নস, আবিদ খান কালান্দরস, খালিদ আরিয়ানস। গত গ্রীষ্মে ত্রালে দু’মাস ব্যাপী টুর্নামেন্টেও অংশ নিয়েছিল ওই ক্রিকেট দলগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Occupied Kashmir Cricket Team Kashmir Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE