‘প্যাকেজিং’টা কি এ বার কিছুটা বদলানো হচ্ছে ‘ব্র্যান্ড মোদী’র? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসকদল বিজেপি-র ‘ব্র্যান্ড ভ্যালু’ বাড়ানোর জন্য? আর এই ভাবেই কি বিজেপি ফিরতে চাইছে ‘অচ্ছে দিন’-এ?
লোকসভা নির্বাচনের সময় ‘গুজরাত মডেল’-এর যে তকমাটা তাঁর গায়ে লাগানো হয়েছিল, গত আড়াই বছরে বিদেশ থেকে ততটা শিল্প-বিনিয়োগ না আসায়, এ বার কি সেই ‘প্যাকেজিং’টা কিছুটা বদলানোর কথা ভাবা হচ্ছে ‘ব্র্যান্ড মোদী’র? সম্ভবত তাই বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৬তম জন্মদিনটিতেই শুরু হয়ে গেল তাঁকে ‘কর্মবীর’ হিসেবে তুলে ধরার প্রয়াস। শুরু হয়ে গেল ‘ব্র্যান্ড মোদী’র ‘প্যাকেজিং’ বদলানোর তোড়জোড়। গত আড়াই বছরে প্রায় তলানিতে পৌঁছে যাওয়া প্রধানমন্ত্রী মোদীর ‘ব্র্যান্ড ভ্যালু’কে ঠেলে ওপরে তোলার প্রস্তুতি।
বিশেষজ্ঞরা বলছেন, সামনে বিধানসভা নির্বাচন পঞ্জাব, গুজরাত আর উত্তর প্রদেশে। তাতে ভাল ফল করতে হলে শুধুই প্রধানমন্ত্রী মোদীর ‘শিল্প-বন্ধু’ পরিচয়ে ততটা কাজ হবে না। কাজ হবে না গত লোকসভা নির্বাচনের সময়কার ‘ব্র্যান্ড ভ্যালু’ দিয়েও। আর ‘উচ্চবর্ণের প্রতিনিধি’র তকমাটাও দল হিসেবে বিজেপি-র কাজে লাগবে না। ‘ব্র্যান্ড মোদী’কে আরও বেশি করে আমজনতার কাছে পৌঁছতে হবে। পিছড়েবর্গের কাছে। শুধুই অর্থনৈতিক ভাবে নয়, যাঁরা শারীরিক ও মানসিক ভাবেও কিছুটা অসুবিধার মধ্যে রয়েছেন, তাঁদের কাছেও।