ছোটবেলায় কেমন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ছটফটে? দুষ্টু? না কি শান্ত? মোদীর ছোট ভাই জানাচ্ছেন, ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করতে পারতেন নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে, মে মাসেই মোদী সরকার আট বছর পূর্তি। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। পাঁচ বছর সরকার চালিয়ে ২০১৯ সালেও বিপুল আসন নিয়ে জিতে এসে আবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে যোগাযোগ করা হয়েছিল তাঁর ছোট ভাই প্রহ্লাদের সঙ্গে। নিউজ ১৮-এর প্রশ্নের জবাবে প্রহ্লাদ তাঁর দাদা নরেন্দ্র মোদীর ছোটবেলার কথা বলেছেন। প্রহ্লাদ পেশায় রেশন ডিলার। তিনি দেশের ‘ফেয়ার প্রাইস শপ ফেডারেশন’-এর সভাপতিও বটে।
প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদের কথায়, ‘‘ছোট থেকেই কঠিন পরিশ্রমী ছিলেন মোদী। পড়াশোনায়ও বেশ ভাল ছিলেন। কাউকে বিরক্ত করতেন না। নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করতেন। আমরা সকলেই ওঁকে অনুসরণ করতাম।’’