দেশের নবনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, ধনখড়ের মেধা ও প্রজ্ঞায় লাভবান হবে দেশ। পাশাপাশি মোদী আশা প্রকাশ করেছেন, ধনখড় এক জন দুর্দান্ত উপরাষ্ট্রপতি হবেন।
প্রয়োজন ছিল ৩৭১ ভোটের। কিন্তু ভোটবাক্স গুনে দেখা গেল উপরাষ্ট্রপতি পদের জন্য বাংলার প্রাক্তন রাজ্যপাল ভোট পেয়েছেন ৫২৮টি। এত ভোট সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও পাননি। এত বড় ব্যবধানে জয়ের পরই ধনখড়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী। টুইট বার্তায় তিনি দলমত নির্বিশেষে সবার ভোট পাওয়ার জন্য কলকাতার রাজভবনের প্রাক্তন বাসিন্দাকে অভিনন্দন জানিয়েছেন।