Advertisement
E-Paper

চাকরি ১৫০০ না ২০০? ‘মিথ্যা’-তরজায় প্যাঁচে প্রধানমন্ত্রী

আজ ছিল প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার পালা। সেটা করতে গিয়ে এমন সব কথা বললেন, যা নিয়ে বিরোধীরা আরও বেশি করে আক্রমণে নেমেছে! 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:৫০
অনুষ্ঠানে কালাশনিকভ রাইফেলের নাম বলতে গিয়েও বার দুয়েক হোঁচট খান প্রধানমন্ত্রী! ছবি: পিটিআই।

অনুষ্ঠানে কালাশনিকভ রাইফেলের নাম বলতে গিয়েও বার দুয়েক হোঁচট খান প্রধানমন্ত্রী! ছবি: পিটিআই।

কোনও একটি ‘সত্যি’ কথা বলেছেন প্রধানমন্ত্রী, এমন একটি ভিডিয়ো খুঁজছেন রাহুল গাঁধী। দু’দিন আগে নিজেই এক জনসভায় এ কথা বলেছিলেন কংগ্রেস সভাপতি।

আজ ছিল প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার পালা। সেটা করতে গিয়ে এমন সব কথা বললেন, যা নিয়ে বিরোধীরা আরও বেশি করে আক্রমণে নেমেছে!

এ দিন অমেঠীতে রাশিয়ার সহায়তায় অত্যাধুনিক এ কে-২০৩ রাইফেল তৈরির কারখানার উদ্বোধনে গিয়েছিলেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, গত বার এই কেন্দ্রে রাহুলের কাছে হেরে যাওয়া স্মৃতি ইরানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ইউপিএ আমলে। এ দিন কারখানার উদ্বোধনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বিবৃতি পড়ে শোনানো হয়।

রাহুলের গড়ে কারখানার উদ্বোধনের পরে এক সভায় নাম না করে কংগ্রেস সভাপতিকে বিঁধতে গিয়ে মোদী বলেন, ‘‘আমি কারও নাম করছি না। কিন্তু তিনি প্রতিশ্রুতি দেন। সব জায়গায় ঘুরে ঘুরে বলেন, প্রতিশ্রুতি দিয়ে না কি পালন করেন, মিথ্যা বলেন না। কিন্তু উনিও অনেক বড় মিথ্যা বলেন।’’ সেই ‘মিথ্যা’র উদাহরণ দিতে গিয়ে মোদী বলেন, ‘‘এই কারখানায় ১৫০০ লোককে রোজগার দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু দিয়েছেন ২০০ জনকে। অথচ গোটা দেশে রোজগার নিয়ে ভাষণ দেন।’’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীকে দেখিয়ে মোদী বললেন, ‘‘দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।’’ অনুষ্ঠানে কালাশনিকভ রাইফেলের নাম বলতে গিয়েও বার দুয়েক হোঁচট খান প্রধানমন্ত্রী!

আরও পড়ুন: বায়ুসেনার অভিযানে পাকিস্তানে হত ২৫০, এ বার ‘সূত্র’ দিলেন অমিত

অমেঠীতে কালাশনিকভ রাইফেল কারখানা উদ্বোধনে নরেন্দ্র মোদী। রয়েছেন স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ ও নির্মলা সীতারামন। রবিবার। ছবি: পিটিআই

মোদীর সফরের সময় অমেঠী জুড়ে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলে প্রতিবাদের কর্মসূচি তৈরি রেখেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রীর মুখে ‘উনিও অনেক বড় মিথ্যা বলেন’ শুনে বিস্মিত কংগ্রেস নেতাদের কটাক্ষ, ‘‘এটি কি নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি না আক্রমণ? ‘উনিও বলেন’ বলে মোদী তো স্বীকার করেই নিলেন যে উনি নিজেও মিথ্যা বলেন!’’ নির্মলা প্রসঙ্গেও সরব বিরোধীরা। তাঁরা বলছেন, ক’দিন আগে তামিলনাড়ুতে গিয়ে নির্মলাকে প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী বলে দাবি করেছিলেন মোদী। যেটি সম্পূর্ণ ভুল। আজ তো একধাপ এগিয়ে নির্মলাকে প্রথম প্রতিরক্ষামন্ত্রী বানিয়ে ফেললেন মোদী!

আরও পড়ুন: ‘আর ৭৩ সিলেক্টেড’, পাক যুদ্ধবিমানকে ধ্বংস করার আগে এই বার্তাই দিয়েছিলেন অভিনন্দন

মোদীর এ দিনের লক্ষ্য ছিল একটাই। রাহুলের কেন্দ্রে দলের ফৌজকে নিয়ে গিয়ে সব কথায় কংগ্রেস সভাপতিকে আক্রমণ। সেখানে রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘উনি গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে ‘মেড ইন উজ্জয়ন’, ‘মেড ইন জয়পুর’… বলে বেড়ান। মোদী এ বারে ‘মেড ইন অমেঠী’ করে দিল! জঙ্গি ও নকশালদের মোকাবিলায় এই অস্ত্র কাজে আসবে সেনাদের। অথচ ২০০৫ সালে শিলান্যাস করেও সেনাদের হাতে এত দিনেও এই হাতিয়ার তুলে দেওয়া হয়নি। যে ভাবে ইউপিএ জমানায় বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া নিয়ে সেনাদের দাবিও মানা হয়নি।’’

গত দু’দিন ধরেই মোদীর বিরুদ্ধে রাহুলের সবথেকে বড় অস্ত্র ‘রাফাল’ নিয়ে নতুন মোড় দেওয়ার চেষ্টা করছেন মোদী। পাক এফ-১৬-র মোকাবিলায় ভারতের পুরনো মিগ-২১ এর তেমন ধার নেই বোঝাতে মোদী বলছেন, রাফাল থাকলে পরিস্থিতি অন্য হত। কংগ্রেসের ঢিলেমির জন্যই রাফাল আসেনি। রাহুল গত কালই তার জবাবে বলেছেন, বন্ধু অনিল অম্বানীকে ৩০ হাজার কোটি টাকা পকেটে গুঁজে দিতে গিয়েই রাফাল দেরি করিয়েছেন প্রধানমন্ত্রী। যার জবাবে প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘ঘুষ পাননি বলেই এখনও আক্রমণ করছেন।’’

Kalashnikov Amethi Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy