E-Paper

জুলাইয়েই কি সফরে মোদী, তৈরি মণিপুর

প্রধানমন্ত্রীর সর্বশেষ মণিপুর সফরের তারিখ ছিল ৪ জানুয়ারি, ২০১৯। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরে বার বার প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তিনি আসেননি, এমনকি মণিপুরের মুখ্যমন্ত্রী বা অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনাতেও বসেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ০৬:১০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যেতে পারেন বলে খবর ছড়িয়েছে। তার জেরে কুকি ও মেইতেই, দুই পক্ষেই শুরু হয়েছে প্রস্তুতি। এমনও শোনা যাচ্ছে, মণিপুরে গিয়ে মোদী ইম্ফলেরপাশাপাশি কুকি এলাকা চূড়াচাঁদপুরেও যেতে পারেন। তাই কুকিরা তাঁর হাতে তুলে দেওয়ার জন্য স্মারকপত্র প্রস্তুত করছে। মণিপুর রাজ্য বিজেপি বলছে, প্রধানমন্ত্রীর আসারতারিখ এখনও ঠিক হয়নি, তবে ২১ জুলাই থেকে সংসদের অধিবেশন থাকায়, তিনি তার আগেইআসতে পারেন।

প্রধানমন্ত্রীর সর্বশেষ মণিপুর সফরের তারিখ ছিল ৪ জানুয়ারি, ২০১৯। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পরে বার বার প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তিনি আসেননি, এমনকি মণিপুরের মুখ্যমন্ত্রী বা অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনাতেও বসেননি। ২০২৪ সালের ৩ জুলাই রাজ্যসভায় মণিপুর নিয়ে ২ মিনিটের বক্তব্য রেখে মোদী দাবি করেছিলেন, মণিপুরে হিংসা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে। অবশ্য তার পরেও এক বছর কেটে গিয়েছে, পরিস্থিতি ঠিক হয়নি রাজ্যে।

এখন বিজেপি সূত্রে শোনা যাচ্ছে, জুলাইতে মণিপুরে যেতে পারেন মোদী। সেখানে সম্পূর্ণ হওয়া কিছু প্রকল্পের উদ্বোধন এবং নতুন কয়েকটি প্রকল্প ঘোষণা করার কথা আছে তাঁর। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিম ইম্ফলে নবনির্মিত সচিবালয়ের উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে। এ ছাড়াও, চূড়াচাঁদপুরে একটি হেলিপ্যাড নির্মাণ এবং রাস্তা মেরামতের কাজ চলছে। প্রধানমন্ত্রী জাতীয় মহাসড়ক উদ্বোধন, সংঘর্ষবিরতি চুক্তির সম্প্রসারণ এবং মণিপুরের জন্য ১০,০০০ কোটি টাকার প্যাকেজও তিনি ঘোষণা করতে পারেন বলে খবর।

কিন্তু, কুকি ও মেইতেই এলাকা এখনও দ্বিখণ্ডিত। জাতীয় সড়কেও চলাচল অবাধ নয়। সমতলে থাকা সব কুকি বাড়িই হয় ফাঁকা, বা পোড়া বা বেদখল হয়ে গিয়েছে। দুই এলাকার সীমানায় চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। প্রধানমন্ত্রীর সফরের আগে বাস্তুহারাদের জন্য নির্মীয়মাণ বাড়িগুলির কাজ শেষ করার চেষ্টা চলছে জোরকদমে। সে ক্ষেত্রে মোদীর সফরের সময় এর উদ্বোধন করা হতে পারে। মোদীর রাজ্য সফরের আগে জাতীয় সড়কগুলি খোলারওচেষ্টা চলছে।

অবশ্য মোদী আসতে পারেন শুনেই কুকিরা তাদের নিজস্ব উন্নয়ন সংক্রান্ত দাবির একটি তালিকা প্রস্তুত করতে শুরু করেছে। পৃথক প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চল বাদে অন্যান্য দাবির মধ্যে রয়েছে, কাংপোকপি থেকে চূড়াচাঁদপুরকে জাতীয় সড়কে সংযোগকারী জার্মান রোড নামের সড়কের উন্নয়ন, চূড়াচাঁদপুর থেকে মিজ়োরাম হয়ে টিপাইমুখ, টিপাইমুখ থেকে জিরিবাম, চূড়াচাঁদপুর থেকে মোরে এবং নোনেথেকে চূড়াচাঁদপুর পর্যন্ত দুই লেনের রাস্তার উন্নয়ন।

এ দিকে, মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে মেঘচন্দ্র দাবি করেছেন, বর্তমান বিজেপি সরকারের আমলে সঙ্কট মেটানো সম্ভব হবে না। বরং জোড়াতালি দিয়ে ফের সরকার ফেরানো হলেও তা টিকবে কি না সন্দেহ। তাই রাজ্যের চলমান সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য মণিপুর বিধানসভা ভেঙে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হোক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PM Narendra Modi Manipur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy