Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

এসপিজি নিরাপত্তায় ৪ জনের ছিল ৫৪০ কোটি, একা মোদীর জন্যই বেড়ে ৫৯২ কোটি!

সংখ্যা কমে চার থেকে এক, তবু বাজেটে এসপিজি খাতে বরাদ্দ বেড়েছে ১০ শতাংশ। এই নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

এসপিজি নিরাপত্তায় প্রধানমন্ত্রী। —ফাইল চিত্র

এসপিজি নিরাপত্তায় প্রধানমন্ত্রী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৬
Share: Save:

চার জন থেকে কমে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তার আওতায় এখন রয়েছেন এক জন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-২০ অর্থবর্ষে যেখানে চার জনের এসপিজি নিরাপত্তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছিল ৫৪০.১৬ কোটি টাকা, এ বার এক জনের জন্যই সেই বরাদ্দ বেড়ে হয়েছে ৫৯২.৫৫ কোটি টাকা। অর্থাৎ চার জনের জন্য যা বরাদ্দ ছিল, এক জনের জন্য তার চেয়ে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হল ১০ শতাংশ বেশি! স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

গত বছরই সংসদে আইন সংশোধন করে সনিয়া গাঁধী এবং রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এখন এসপিজি নিরাপত্তা পান শুধুমাত্র প্রধানমন্ত্রী। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এসপিজি নিরাপত্তার আওতায় ব্যক্তির সংখ্যা কমে চার থেকে এক হয়েছে। সেই হিসেবে বাজেট বরাদ্দ চার ভাগের এক ভাগ না হলেও অনেক কম হওয়া উচিত। উল্টে ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হল? তাঁরা অঙ্ক কষে বুঝিয়েছেন, ২০১৯ সালে বাজেটে বরাদ্দ ৫৪০.১২ কোটির হিসেব ধরলে মাথাপিছু খরচ দাঁড়ায় ১৩৫ কোটি। সেটা মাথায় রাখলে বাজেটে বরাদ্দ বেড়েছে ৩৪০ শতাংশ!

আর এই হিসেবে প্রধানমন্ত্রীর এসপিজি নিরাপত্তার জন্য প্রতি দিনের খরচ ১ কোটি ৬২ লক্ষ টাকা। অর্থাৎ ঘণ্টায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা বা মিনিটে ১১ হাজার টাকারও বেশি! এই হিসেব দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।

মঙ্গলবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান জানতে চান, আইন সংশোধনের পরে বর্তমানে কত জন এসপিজি নিরাপত্তা পান এবং সিআরপিএফ কত জনকে নিরাপত্তা দেয়? তাঁরা কারা সেই প্রশ্নও সংসদে জানতে চান দয়ানিধি।

আরও পড়ুন: ঘৃণ্য অপরাধীও সব আইনি বিকল্প পাবে, নির্ভয়া কাণ্ডে বলল আদালত

লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি সংসদে জানান, এসপিজি-র নিরাপত্তা পান শুধুমাত্র এক জন (তিনি প্রধানমন্ত্রী, তবে মন্ত্রী মোদীর নাম করেননি)। আর সিআরপিএফ-এর নিরাপত্তা পাওয়া ভিআইপি-র সংখ্যা ৫৬। তবে নিরাপত্তার কারণেই তাঁদের কারও নাম জানানো সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। যদিও এই সিআরপিএফ নিরাপত্তার আওতায় কারা থাকবেন, তার তালিকা কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে মাঝে মধ্যেই পরিবর্তন করা হয় বলেও জানান মন্ত্রী।

১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যার পরে বিশেষ কম্যান্ডো বাহিনী নিয়ে গঠিত হয় এসপিজি। অভিজাত এই কম্যান্ডো বাহিনীর উপর দায়িত্ব বর্তায় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার। ফলে রাজীব গাঁধী, সনিয়া গাঁধী এবং তাঁদের দুই সন্তান রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী স্বাভাবিক ভাবেই এসপিজি নিরাপত্তার আওতায় আসেন।

আরও পড়ুন: কংগ্রেসের ভরাডুবি শুরু হয়েছিল শীলা দীক্ষিতের সময়, কংগ্রেসে শুরু চাপানউতোর

কিন্তু ১৯৮৯ সালে ভিপি সিংহ সরকার ক্ষমতায় আসার পর গাঁধী পরিবারের সদস্যদের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়। এর পর ১৯৯১ সালে খুন হন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। সেই বছরই কংগ্রেস ফের ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন পি ভি নরসিংহ রাও। ফের সনিয়া গাঁধীর সুপারিশে গাঁধী পরিবারের সদস্যদের জন্য ফেরে এসপিজি নিরাপত্তা। তখন থেকে সেই রীতিই চলে আসছিল।

কিন্তু গত বছর সেই আইন সংশোধন করে মোদী সরকার। নতুন আইনে শুধু প্রধানমন্ত্রীই এসপিজি নিরাপত্তা পান। তুলে নেওয়া হয় গাঁধী পরিবারের এসপিজি নিরাপত্তা। পরিবর্তে তাঁদের নিরাপত্তায় বরাদ্দ হয় সিআরপিএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Sonia Gandhi SPG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE