চার জন থেকে কমে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তার আওতায় এখন রয়েছেন এক জন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-২০ অর্থবর্ষে যেখানে চার জনের এসপিজি নিরাপত্তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছিল ৫৪০.১৬ কোটি টাকা, এ বার এক জনের জন্যই সেই বরাদ্দ বেড়ে হয়েছে ৫৯২.৫৫ কোটি টাকা। অর্থাৎ চার জনের জন্য যা বরাদ্দ ছিল, এক জনের জন্য তার চেয়ে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হল ১০ শতাংশ বেশি! স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
গত বছরই সংসদে আইন সংশোধন করে সনিয়া গাঁধী এবং রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এখন এসপিজি নিরাপত্তা পান শুধুমাত্র প্রধানমন্ত্রী। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এসপিজি নিরাপত্তার আওতায় ব্যক্তির সংখ্যা কমে চার থেকে এক হয়েছে। সেই হিসেবে বাজেট বরাদ্দ চার ভাগের এক ভাগ না হলেও অনেক কম হওয়া উচিত। উল্টে ১০ শতাংশ বাড়িয়ে দেওয়া হল? তাঁরা অঙ্ক কষে বুঝিয়েছেন, ২০১৯ সালে বাজেটে বরাদ্দ ৫৪০.১২ কোটির হিসেব ধরলে মাথাপিছু খরচ দাঁড়ায় ১৩৫ কোটি। সেটা মাথায় রাখলে বাজেটে বরাদ্দ বেড়েছে ৩৪০ শতাংশ!
আর এই হিসেবে প্রধানমন্ত্রীর এসপিজি নিরাপত্তার জন্য প্রতি দিনের খরচ ১ কোটি ৬২ লক্ষ টাকা। অর্থাৎ ঘণ্টায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা বা মিনিটে ১১ হাজার টাকারও বেশি! এই হিসেব দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।