দেশ জুড়ে হওয়া ১৮ হাজার চাকরির মেলা থেকে চাকরি পেয়েছেন ২ কোটি ২২ লক্ষ জন। গত বছরের পরিসংখ্যান তুলে ধরে বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। সেই সঙ্গে তাঁর দাবি, দেশে বেকারত্বের হার কমছে।
বৃহস্পতিবার মন্ত্রী জানান, কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশ জুড়ে বেকারত্বের হার কমে হয়েছে ৩.২ শতাংশ। যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। বেকারত্বের হার কমাতে ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস’ নামে একটি পোর্টালও তৈরি হয়েছে। যেখানে এক জায়গায় পাওয়া যাবে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সমস্ত তথ্য। এই পোর্টালের সঙ্গে সমস্ত রাজ্য সরকারের পোর্টাল ও ৫৫ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা সংযুক্ত রয়েছে। মন্ত্রীর দাবি, গত ১০ বছরে ৬ কোটিরও বেশি যুবক-যুবতী নিজেদের নাম নথিভুক্ত করেছে পোর্টালে।
আরও পড়ুন:
গিগ কর্মী প্রসঙ্গে তিনি জানান, নতুন শ্রম আইনে প্রায় ২ কোটি গিগ কর্মীর সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত সুরক্ষাকবচ রয়েছে।