শেষ পর্যন্ত বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। গত প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। শুক্রবার জাতীর উদ্দেশে ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার অর্থ, কেন্দ্রীয় সরকার তথা মোদী পিছু হঠলেন।
যে কৃষি আইন বলবৎ করা নিয়ে অনড় ছিল কেন্দ্র, সেই অবস্থান থেকে সরে এল তারা। কৃষি আইনে প্রণয়নে তাঁর সরকারের কিছু গাফিলতি ছিল বলে স্বীকার করেছেন মোদী। বলেছেন, ‘‘হয়ত আমাদেরও কিছু ত্রুটি ছিল।’’ সেই সঙ্গেই আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে মোদীর আক্ষেপ, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’ তাঁর কথায়, ‘‘আমরা কৃষি আইনের মাধ্যমে কী করতে চেয়েছিলাম তা যদি কিছু কৃষক বুঝতে না পারেন, আমি ক্ষমাপ্রার্থী।’’