Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Rashtriya Ekta Diwas

দীপাবলিতেও মোদীর বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোট! সেই সঙ্গে ‘শহুরে নকশাল’ প্রসঙ্গ

এ বছর কালীপুজোর দিনেই সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস। মোদী সেই সুযোগে সদ্ব্যবহার করলেন বৃহস্পতিবার। তাঁর গুজরাত সফরে মেলবন্ধন হল দীপাবলি এবং ‘রাষ্ট্রীয় একতা দিবসে’র।

নর্মদার সমাবেশে নরেন্দ্র মোদী।

নর্মদার সমাবেশে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:২৪
Share: Save:

ঘটনাচক্রে, এ বার কালীপুজোর দিনটাতেই তাঁর ‘আদর্শ’ সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সুযোগে সদ্ব্যবহার করলেন বৃহস্পতিবার। তাঁর গুজরাত সফরে মেলবন্ধন হল দীপাবলি এবং ‘রাষ্ট্রীয় একতা দিবসে’র। শুভেচ্ছাবার্তার পাশাপাশি তাঁর বক্তৃতায় এল, ‘এক দেশ এক ভোট’ এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতি, এমনকি ‘শহুরে নকশাল’ দমনের বার্তাও!

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মোদী নর্মদা জেলার কাভেড়িয়ায় বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে গিয়ে দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাইয়ের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। মূর্তির নীচেই বিভিন্ন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শনের পরে বক্তৃতা করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘‘কিছু শক্তি ভারতের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহ করতে চায়। মানুষকে এই শহুরে নকশালদের চিনতে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি।’’

‘শহুরে নকশালপন্থা’র নতুন মডেল চিহ্নিত করতে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। এক দেশে একই আইন এবং একসঙ্গে ভোটের পক্ষেও বৃহস্পতিবার সওয়াল করেন তিনি। বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতার শর্ত মেনে নাগরিক বিধির ক্ষেত্রে সমস্ত বৈষম্যের অবসান হওয়া উচিত। সামাজিক ঐক্যের স্বার্থে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের সরকার ‘এক দেশ এক নির্বাচন’ চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ প্রধানমন্ত্রীর মতে, লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত বিধানসভার ভোট হলে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE