পাঁচ দেশ সফরের শেষ পর্বে নামিবিয়ার পার্লামেন্টে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে চিন এবং পশ্চিমের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, “ভারত আফ্রিকা মহাদেশকে কেবল কাঁচামালের উৎস হিসেবে দেখে না। ভারত বিশ্বাস করে যে আফ্রিকা এবং গ্লোবাল সাউথ তাদের ভাগ্য তৈরি করতে পারে এবং নিজস্ব পথ অনুসরণ করতে পারে।’’
‘ভিশন ২০৩০’-এর আওতায় আফ্রিকার এই দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি জানান প্রধানমন্ত্রী। নামিবিয়া এবং ভারতের মধ্যে মূলত ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার চুক্তি সাক্ষরিত হয়। চলতি বছরের শেষে নামিবিয়ায় এনপিসিআইয়ের সহায়তায় ইউপিআই পেমেন্ট ব্যবস্থাও চালু হতে চলেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)