হেড কনস্টেবলের উপর হামলায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় ওই দুষ্কৃতীর। সেই সময় গুলিবিদ্ধ হয় সে। তার পরই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ২৭ মে রাতে টহল দেওয়ার সময় হেড কনস্টেবল করণ এবং পবন দেখেন দুই বাইকআরোহী সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছেন। তাঁদের আটকানোর চেষ্টা করেন দুই কনস্টেবল। কিন্তু তাঁদের মধ্যে এক জন আচমকা ছুরি বার করে করণের হাতে চালিয়ে দেন। এক জনকে ধরতে পারলেও, হামলাকারী ওই যুবক পালিয়ে যান।
আরও পড়ুন:
যে মোটরবাইকে করে তাঁরা এসেছিলেন, সেটা ফেলে যান। পুলিশ সেই বাইকটিকে উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলাকারীদের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তার পরই পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় পুল প্রহ্লাদপুর থানা এলাকায় দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তার পরই সেখানে পুলিশের একটি দল যায়। পুলিশকে দেখেই ওই দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হয় ওই দুষ্কৃতী।