Advertisement
E-Paper

শিলচরে ধৃত ৭

পুলিশের মদ ও তিরবিরোধী অভিযানে সাত জন ধরা পড়েছে। শিলচর শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় গত রাতে হানা দিয়ে এসপি অ্যাকশন ফোর্স তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রচুর তিরের টিকিট, ১টি ল্যাপটপ ও নগদ দেড় হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার রজবীর সিংহ জানিয়েছেন, ধৃতরা হল তরণী রোডের দিলীপ দেবনাথ, শ্যামানন্দ আশ্রম রোডের জয়ন্ত দেবনাথ ও লিটন পাল। উধারবন্দে অবৈধ ভাবে মদ মজুত ও বিক্রির জন্য ধরা পড়েছে চার জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৭

পুলিশের মদ ও তিরবিরোধী অভিযানে সাত জন ধরা পড়েছে। শিলচর শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় গত রাতে হানা দিয়ে এসপি অ্যাকশন ফোর্স তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রচুর তিরের টিকিট, ১টি ল্যাপটপ ও নগদ দেড় হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার রজবীর সিংহ জানিয়েছেন, ধৃতরা হল তরণী রোডের দিলীপ দেবনাথ, শ্যামানন্দ আশ্রম রোডের জয়ন্ত দেবনাথ ও লিটন পাল। উধারবন্দে অবৈধ ভাবে মদ মজুত ও বিক্রির জন্য ধরা পড়েছে চার জন।

Police Silchar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy