Advertisement
০৫ মে ২০২৪
Encounter

দিল্লিতে এনকাউন্টার, গ্রেফতার কুখ্যাত জঙ্গি তনবীর

দিল্লি পুলিশ সূত্রে খবর,  তনবীরের বিরুদ্ধে একাধিক খুন, পুলিশকর্মীদের উপর হামলা-সহ বহু অভিযোগ রয়েছে। তাকে ধরতে পারলে ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফ থেকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৯
Share: Save:

পুলিশের সঙ্গে এনকাউন্টারে ধরা পড়ল উত্তরপ্রদেশের কাসগঞ্জের কুখ্যাত অপরাধী তনবীর। সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির ওখলা মান্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, তনবীরের বিরুদ্ধে একাধিক খুন, পুলিশকর্মীদের উপর হামলা-সহ বহু অভিযোগ রয়েছে। তাকে ধরতে পারলে ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফ থেকে।

এ দিন তনবীর ওখালা মান্ডি আসতে পারে এই খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সেই মতো পুলিশের তরফ থেকে সব ব্যবস্থাই নেওয়া হয়েছিল। তাকে ধরার জন্য ওই অঞ্চলের সাধার মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ দেখে প্রথমে তাদের উপর গুলি চালাতে শুরু করে তনবীরের লোকজন। পাল্টা জবাব দেয় পুলিশ।

আরও পড়ুন: আইএসের পতাকা নিয়েই শুরু সংঘর্ষ

তনবীরের গায়ে দু’বার গুলি লাগে। যদিও বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় সে প্রাণে বেঁচে যায়, কিন্তু জখম হয়। এর পরই তনবীরকে ধরে ফেলে পুলিশ। এ দিনের অভিযানে দু’জন পুলিশকর্মী জখম হয়েছেন। যদিও তনবীরের এক সঙ্গী পালিয়ে যায় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Encounter Delhi Sharpshooter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE