নিজের মা এবং স্ত্রীকে বিবস্ত্র করে কালাজাদু অভ্যাস করলেন যুবক। তার পর সেই নগ্ন ছবি ছড়িয়েও দিলেন! স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি।
মহারাষ্ট্রের নবী মুম্বইয়ের ঘটনা। ৩০ বছর বয়সি ওই যুবকের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, শ্যালকের বিবাহের জন্য কালাজাদুর আশ্রয় নিয়েছিলেন অভিযুক্ত। মা এবং স্ত্রীকে জানিয়েছিলেন, তাঁরা বিবস্ত্র হয়ে কালাজাদু অভ্যাস করলে শ্যালকের বিয়ে হবে। অভিযোগ, এর পর জোর করে মা এবং স্ত্রীর নগ্ন ছবি তোলেন যুবক। তার পর তা পাঠিয়ে দেন বাবা এবং ভাইয়ের ফোনে। বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন যুবকের স্ত্রী।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নবী মুম্বইয়ের বাশী থানা এলাকার বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্রে থাকতে এসেছিলেন। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তিনি বাড়িতে কালাজাদু অভ্যাস করছিলেন। মা এবং স্ত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করেন গত ১৫ এপ্রিল।
যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং মহারাষ্ট্র কালাজাদু বিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।