সিগারেট চেয়ে না-পাওয়ায় এক তরুণকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক বাসিন্দার বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন ওই তরুণের এক সহকর্মীও। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত ১০ মে ভোরবেলা। বেঙ্গালুরুর দুই ইঞ্জিনিয়ার সঞ্জয় এবং চেতন ওই দিন রাতের ডিউটি করছিলেন। বাড়িতে বসেই কাজ করছিলেন তাঁরা। ভোর ৪টে নাগাদ দুই সহকর্মী কাজে বিরতি নিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে যান। সেখানেই ওই ঘাতক গাড়ির চালক প্রতীকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই তরুণ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় গাড়িতে প্রতীক এবং তাঁর স্ত্রী ছিলেন। গাড়িটি ওই চায়ের দোকানের সামনে দাঁড় করান প্রতীক এবং দু’জনের থেকে সিগারেট চান। তাঁরা দিতে রাজি হননি। সেই থেকে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। চায়ের দোকানের আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা সাময়িক ভাবে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন:
এর পরে সঞ্জয় এবং চেতন বাইকে চেপে বাড়ি ফেরার সময় প্রতীক আবার তাঁদের ধাওয়া করেন। অভিযোগ, সেই সময় ইচ্ছাকৃত ভাবে গাড়ি নিয়ে সজোরে বাইকে ধাক্কা দেন প্রতীক। দুর্ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সঞ্জয়। পরে স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। দু’দিন পরে মৃত্যু হয় সঞ্জয়ের। তাঁর বন্ধু চেতন এখনও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়। ওই ফুটেজ দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই তরুণকে।