মহারাষ্ট্রে নদী থেকে উদ্ধার হল তরুণীর স্যুটকেসবন্দি দেহ। মহারাষ্ট্রের লাতুরে তিরু নদীতে ভাসছিল স্যুটকেসটি। সোমবার সন্ধ্যায় তরুণীর দেহ উদ্ধার হলেও, তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণীর বয়স ১৫-২৫ বছরের মধ্যে হতে পারে। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্থানীয় থানায় স্যুটকেসটির বিষয়ে খবর যায়। নদীর ধারে স্যুটকেসটি ভাসছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে সেই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্যুটকেসটি উদ্ধার করে। স্যুটকেসটি খুলতেই বেরিয়ে আসে তরুণীর দেহ। যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে, তা দেখে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্তত পাঁচ দিন ধরে স্যুটকেসে মধ্যে দেহটি নদীতে ভেসেছে।
কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে তরুণীর দেহে এবং মুখে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা-ও বিবেচনা করে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি নিহতের নাম পরিচয় জানারও চেষ্টা চলছে। আশপাশের থানাগুলিকেও দেহ উদ্ধারের বিষয়ে খবর দেওয়া হয়েছে। ওই এলাকাগুলিতে কেউ সম্প্রতি নিখোঁজ হয়েছেন কি না, এ বিষয়েও তথ্যসংগ্রহ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সম্প্রতি অসমেও ডিব্রুগড় জেলায় চা বাগানের মধ্যে থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। আট বছর বয়সি ওই কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ, খুনের পরে চা বাগান এলাকায় একটি নিকাশিনালায় দেহ ফেলে দিয়েছিলেন অভিযুক্ত। ওই ঘটনার পরে এ বার মহারাষ্ট্রেও সন্দেহজনক অবস্থায় এক তরুণীর স্যুটকেসবন্দি দেহ উদ্ধার করল পুলিশ।