Advertisement
E-Paper

দিল্লির প্রাক্তন মন্ত্রীর দুয়ারে ইডি! তল্লাশি চলছে মোট ১৩ জায়গায়, আপ আমলে হাসপাতাল তৈরি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ

মঙ্গলবার সকাল থেকে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, ওই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে কী কী বাজেয়াপ্ত হয়েছে, তা খোলসা করা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১২:২৯
আপ নেতা সৌরভ ভরদ্বাজ।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ। — ফাইল চিত্র।

দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-এর নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডি হানা। মঙ্গলবার সকাল থেকে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, ওই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে কী কী বাজেয়াপ্ত হয়েছে, তা খোলসা করা হয়নি।

সৌরভ দিল্লির গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্রের তিন বারের বিধায়ক। দিল্লির পূর্বতন আপ সরকারের স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং জল দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দিল্লির জল বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের ঘনিষ্ঠ বলেই পরিচিত সৌরভ। আপের মুখপাত্রদের অন্যতম তিনি। সেই সৌরভের বাড়িতে সাত সকালে ইডি হানা দেওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

২০১৮-১৯ সালে আপ সরকারের আমলে ৫৫৯০ কোটি টাকা ব্যয়ে ২৪টি হাসপাতাল তৈরি এবং মানোন্নয়নের কাজ শুরু হয়। ১১টি নতুন হাসপাতালের কাজ শুরু হয়। আর ১৩টি হাসপাতালের মানোন্নয়নের কাজ শুরু হয়। অভিযোগ, ওই প্রকল্পে ১১২৫ কোটি টাকা দিয়ে ৬৮০০ শয্যার একটি হাসপাতাল তৈরির কথা ছিল। কিন্তু হাসপাতাল তৈরির কাজ যখন মাঝপথে, তখনই প্রস্তাবিত অর্থের পুরোটা খরচ হয়ে যায়। এই বিষয়ে অভিযোগ দায়ের করেন দিল্লির তৎকালীন বিরোধী দলনেতা, বিজেপির বীরেন্দ্র সচদেব। সৌরভ এবং আপ সরকারের আর এক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে দুর্নীতিদমন শাখা। সৌরভদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সরকারি টাকা নয়ছয় করেছেন।

Saurabh Bhardwaj AAP ED Raids
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy