ফের বিস্ফোরণের শব্দ দিল্লিতে! বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যায় পুলিশও। তবে প্রাথমিক তদন্ত এবং তল্লাশির পর দিল্লি পুলিশ জানিয়েছে, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বরং জানা গিয়েছে, দিল্লি পরিবহণ নিগমের একটি বাসের পিছনের চাকা ফেটে যাওয়াতেই বিকট শব্দ হয়। সেই শব্দ শুনেই স্থানীয়েরা ভাবেন, ফের বিস্ফোরণ ঘটেছে দিল্লিতে।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিটে দিল্লির মহীপালপুর এলাকার একটি হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ সূত্রে খবর, এক মহিলা বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানিয়ে থানায় ফোন করেন। ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিনও। তবে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার পরেই তদন্তে উঠে আসে যে, বাসের চাকা ফেটেই ওই শব্দ তৈরি হয়েছিল।
এই প্রসঙ্গে এক দমকলকর্তা সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “জিজ্ঞাসাবাদের সময় এক জন জানান, দিল্লির সরকারি পরিবহণ নিগম (ডিটিসি)-এর একটি বাস বৃহস্পতিবার সকালে ধৌলা কুঁয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বাসের পিছনের দিকের একটি চাকা ফেটে যায়। সেই আওয়াজই শুনতে পান স্থানীয়েরা। এখন পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। ভয়ের কোনও কারণ নেই।” পরে পুলিশও জানায়, এই ঘটনায় কেউ হতাহত হননি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।
সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন উমর উন-নবি নামে এক চিকিৎসক। ঘটনাচক্রে, ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। গ্রেফতার করা হয়েছিল মুজ়াম্মিল আহমেদ-সহ একাধিক ব্যক্তিকে। ওই ঘটনার পর থেকেই আতঙ্কিত দিল্লিবাসীরা। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ফের বিস্ফোরণের খবর শুনে স্বাভাবিক ভাবেই তাঁদের অনেকে ফের আতঙ্কিত হয়ে পড়েছিলেন। দেশের রাজধানীতে ফের নাশকতা ঘটানোর চেষ্টা হল কি না, তা জানতেও উদ্গ্রীব ছিলেন তাঁরা। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।