দর্শক: তামাড়ের গ্রামের পড়ুয়াদের সঙ্গে রাঁচীর এসএসপি কুলদীপ দ্বিবেদী। শুক্রবার রাঁচীর স্টেডিয়ামে পার্থ চক্রবর্তীর তোলা ছবি।
তামাড়ের প্রত্যন্ত দুলমি গ্রামে পুলিশ ঢুকতে দেখে এলাকাবাসী ভেবেছিলেন, মাওবাদীদের খোঁজে এসেছে তারা। জঙ্গি-অধ্যুষিত জঙ্গলঘেরা জনপদে তা ঘটে মাঝেমধ্যেই। কিন্তু গত কাল সবাইকে অবাক করে নিরাপত্তাকর্মীরা গ্রামের কচিকাঁচাদের কাছে জানতে চান, কে কে রাঁচীর স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যেতে চাও?
আজ রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামের সাউথ প্যাভিলিয়নে বসে বিরাট কোহালিদের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতে দেখতে এমনই জানাল সেই গ্রামের কিছু স্কুলপড়ুয়া। গালে জাতীয় পতাকার রঙ। পাশে বসে তখন এক গাল হাসি রাঁচীর এসএসপি কুলদীপ দ্বিবেদীর।
আরও পড়ুন: সুকমায় মৃত জওয়ান পরিবারদের ১ কোটি ৮ লক্ষ টাকা দিলেন অক্ষয় কুমার
দুলমির কিশোর আদিত্য মুন্ডা বলল, ‘‘পুলিশকাকুদের কথা প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু খেলার টিকিট দেখি ওঁদের হাতে। আজ সকালে স্কুলের পোশাকে তামাড় থানায় যায়। তারপর বাসে রাঁচী।’’ পুলিশের বার্তা স্পষ্ট। মূলস্রোতে মিশে থাকলে এমন আনন্দ যে মিলতে পারে, সে কথা এ ভাবেই মাওবাদী-ঘেরা গ্রামের কিশোর-তরুণদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন রাজ্যের পুলিশকর্তারা।