ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (পিকে) এ বার নিশানা করলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবাকে! তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক ফায়দা তোলার জন্য ধীরেন্দ্রকৃষ্ণকে সমর্থন করছেন।
গত ৩ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের ছতরপুরের বাগেশ্বর ধামে গিয়েছিলেন মোদী। সেখানে ‘বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে ধীরেন্দ্রকৃষ্ণকে তাঁর ‘ছোট ভাই’ হিসাবেও সম্বোধন করেন মোদী। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ তার পরেই পিকে নিশানা করলেন বাগেশ্বর বাবাকে। সম্প্রতি বাগেশ্বর বাবা সংবিধান বদলে ফেলে ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ হিসাবে ঘোষণার দাবি তুলেছিলেন। সে কারণেই তাঁকে নিশানা করেন পিকে।
আরও পড়ুন:
পিকে সোমবার বলেন, ‘‘দেশ চলে সংবিধান মেনে। কোনও ধর্মগুরুর নির্দেশে দেশ চলতে পারে না।’’ প্রসঙ্গত, একদা নীতীশের ঘনিষ্ঠ পিকে জেডিইউ-তে যোগ দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে দলের সহ-সভাপতি করা হয়েছিল। কিন্তু নীতীশের সঙ্গে মতবিরোধের কারণে ২০২০ সালে জেডিইউ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। গত বছর অক্টোবরে জন সুরাজ পার্টি গঠন করে বিহার জুড়ে সফর শুরু করেছেন পিকে। চলতি বছরের শেষে বাংলার পড়শি রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। পিকে জানিয়েছেন, তাঁর দল বিহারে ভোটে লড়বে।