বুথে বুথে ভোটারের লাইন। ছবি: বাপী রায়চৌধুরী
ভোটে খুব বড় কোনও অশান্তির অভিযোগ ওঠেনি। তবে ত্রিপুরায় বিধানসভার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে ফের গোলমাল বাধানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। ভোট-কেন্দ্রে লাইন থাকায় বহু জায়গাতেই ভোট নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত। তার পরে বিরোধী দলের পোলিং এজেন্টেরা ফেরার পথে ঘেরাও এবং আক্রমণের মুখে পড়ছেন বলে অভিযোগ সিপিএমের। এজেন্টদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া এবং ‘দুর্বৃত্ত’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে তারা। কমিশন সূত্রে বলা হয়েছে, অভিযোগ পেলে সংশ্লিষ্ট জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিপ্রা মথা-র অভিযোগ, গোলাঘাটি কেন্দ্রে ভোট শেষের পরে ইভিএম-বাহী গাড়ি নির্দিষ্ট স্ট্রং রুমের বদলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এই ঘটনাকে ইভিএম ছিনতাইদের চেষ্টা বলেই দাবি করছে তারা। ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সু্ব্রত চক্রবর্তী অবশ্য ‘ভিত্তিহীন’ বলে অভিযোগ নস্যাৎ করেছেন। তবে গোলাঘাটিরই কয়েকটি বুথে পুনর্নির্বাচন দাবি করেছেন বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা। পাশাপাশিই, ভয় ভেঙে ভোট দেওয়ার জন্য ত্রিপুরার সাহসী মানুষকেই ‘প্রকৃত জয়ী’ বলে অভিনন্দন জানিয়েও ভোট-প্রক্রিয়ায় কেন এত সময় লেগেছে, তা খতিয়ে দেখে পরবর্তী ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে সিপিএম। কমলপুর-সহ কিছু এলাকায় দলের কর্মী-সমর্থকদের উপরে বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy