Advertisement
E-Paper

‘স্কার্ট বা জিন্স পরে ঢোকা যাবে না’! মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরের বাইরে পোস্টার, শুরু বিতর্ক

জব্বলপুরের বিভিন্ন মন্দিরের বাইরে এই বিতর্কিত পোস্টার দেখা গিয়েছে। সেই পোস্টারে লেখা, ‘‘আপনি যদি মিনি স্কার্ট, জিন্স-টপ অথবা পশ্চিমি পোশাক পরে আসেন, তবে দয়া করে বাইরে থেকেই মন্দির দর্শন করুন।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৫:৫৪
Posters outside several temples in Madhya Pradesh say no skirts or jeans allowed

মন্দিরের বাইরে টাঙানো সেই ‘বিতর্কিত’ পোস্টার। —ফাইল চিত্র।

মিনি স্কার্ট বা জিন্স পরে মন্দিরে ঢোকা যাবে না! মহিলাদের জন্য নতুন পোশাক-ফতেয়া দিয়ে পোস্টার পড়ল মধ্যপ্রদেশের জব্বলপুরের অন্তত ৪০টি মন্দিরের বাইরে। পোস্টারগুলির নীচে ‘মহাকাল সঙ্ঘ আন্তর্জাতিক বজরং দল’ নামে এক সংগঠনের কথা উল্লেখ করা রয়েছে! ওই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, মন্দিরের প্রবেশ করতে গেলে ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরতে হবে! ঘটনাটি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ছে শহরে।

জব্বলপুরের বিভিন্ন মন্দিরের বাইরে এই বিতর্কিত পোস্টার দেখা গিয়েছে। সেই পোস্টারে লেখা, ‘‘আপনি যদি মিনি স্কার্ট, জিন্স-টপ অথবা পশ্চিমি পোশাক পরে আসেন, তবে দয়া করে বাইরে থেকেই মন্দির দর্শন করুন। মন্দিরে প্রবেশ করতে গেলে মহিলাদের অবশ্যই ভারতীয় সংস্কৃতি মেনে পোশাক পরে আসতে হবে!’’ শুধু তা-ই নয়, মহিলাদের উদ্দেশে আরও বলা হয়েছে, মন্দিরে প্রবেশের সময় মাথা ঢেকে রাখতে হবে। কেন এই ধরনের পোস্টার দেওয়া হল, তারও ব্যাখ্যা দিয়েছে ওই সংগঠন। তাদের দাবি, ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ করাই মূল উদ্দেশ্য।

‘মহাকাল সঙ্ঘ আন্তর্জাতিক বজরং দল’-এর জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র এই পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শহরের ৩০ থেকে ৪০টি নামকরা মন্দিরের বাইরে এই পোস্টার লাগানো হয়েছে। পরে আরও মন্দিরে তা টাঙানো হবে। তাঁর কথায়, ‘‘ধর্মীয় ব্যাপারে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেন। ভারতীয় সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব তাঁদের হাতে। সেই কারণে মন্দিরে আসার সময় তাঁদের ভারতীয় ঐতিহ্য অনুসারে পোশাক পরার জন্য অনুরোধ করা হচ্ছে।’’

এই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে জব্বলপুরে। শহরের নারী অধিকার সংগঠনের কর্মী তথা আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, ‘‘আমরা কী পোশাক পরব, তা ঠিক করার অধিকার একান্ত আমাদের। আমরা যে পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করি, সেই পোশাকই পরতে পারি। কেউ আমাদের উপর সেটা চাপিয়ে দিতে পারেন না। শুধু তা-ই নয়, অনুরোধও করতে পারেন না।’’

Madhya Pradesh temple Dress Code
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy