Advertisement
E-Paper

ভুল গ্রুপের রক্তদান! হাসপাতালে মৃত্যু হল ২৩ বছরের প্রসূতির

মৃত মহিলা রাজস্থানের টঙ্ক জেলার বাসিন্দা। গত ১২ মে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরিবারের অভিযোগ, ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ২১:১৮
Pregnant woman dies in Jaipur hospital allegedly due to blood mismatch

—প্রতীকী ছবি।

রাজস্থানের জয়পুরের হাসপাতালে মৃত্যু হল ২৩ বছরের এক প্রসূতির। পরিবারের অভিযোগ, ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে তাঁকে। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই মহিলার শারীরিক অবস্থা আগে থেকেই সঙ্কটজনক ছিল।

মৃত মহিলা রাজস্থানের টঙ্ক জেলার বাসিন্দা। গত ১২ মে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। আরও কিছু শারীরিক জটিলতা তৈরি হয়। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯ মে চিকিৎসকেরা জানান, তরুণীকে রক্ত দিতে হবে। পরীক্ষা করে জানা যায়, তাঁর রক্তের গ্রুপ ‘এ পজ়িটিভ’। এর পরে আবার তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, তার রক্তের গ্রুপ হল ‘বি পজ়িটিভ’।

চিকিৎসক স্বাতী শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমি জানতে পারি, ওই মহিলাকে রক্ত দেওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি যদিও সেই সময়ে ছুটিতে ছিলাম। ওই মহিলা আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন।’’ সূত্রের খবর, রক্ত দেওয়ার পরেই জ্বর আসে মহিলার। খিঁচুনি হয়। হৃদকম্পন বৃদ্ধি পায়। তার পরেই মৃত্যু হয়। পরিবার এই নিয়ে আঙুল তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। হাসপাতালের অধ্যক্ষ দীপক মাহেশ্বরী জানান, ওই মহিলা আগে থেকেই অসুস্থ ছিলেন। রক্ত দেওয়ার সময় গাফিলতি হয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

Pregnant Woman wrong blood group
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy