আমদাবাদ বিমান দুর্ঘটনা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট এ সপ্তাহেই প্রকাশ্যে আনা হবে। পরিবহণ, পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রকের দিনভর বৈঠকে এ কথা জানিয়েছেন উপস্থিত এএআইবি-র প্রতিনিধিরাও। বৈঠক ছিলেন এয়ার ইন্ডিয়া-সহ দেশের বিভিন্ন বিমান পরিবহণ সংস্থা এবং বিমান মন্ত্রকের আধিকারিকেরা। এএআইবি-র কর্তারা আরও জানান, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স এবং ভয়েস রেকর্ডার অক্ষত। সেগুলিকে এখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার তরফে আজ সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, ৫০০ কোটি টাকার কাছাকাছি অঙ্কের একটি তহবিল তৈরি করা হচ্ছে। ওই বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের জন্য আগামী দিনের চিকিৎসা এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ পড়াশোনোর খরচ ওই টাকায় দেওয়া হবে।
আজ সংসদীয় কমিটির সদস্যেরা অভিযোগ তোলেন, বিমান চলাচলের সুরক্ষা সংক্রান্ত বিধি মানা, না-মানার বিষয়টি দেখে ডিজিসিএ। তাদের অর্ধেকের বেশি পদ খালি। বিমান চলাচলের নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে থাকা বিসিএএস-এর এক-তৃতীয়াংশের বেশি পদ খালি। বিমানবন্দরের পরিকাঠামো সামলানো ও বিমান পরিষেবার ভারপ্রাপ্ত এয়ারপোর্ট অথরিটিতেও তিন হাজারের বেশি পদ খালি রয়েছে। মন্ত্রক আশ্বস্ত করে, এই শূন্যপদ পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)