Advertisement
E-Paper

সিকিমে নয়া মুখ্যমন্ত্রীর শপথ

শপথ নেওয়ার পর গোলে জানিয়েছেন, তাঁর লক্ষ্য স্বচ্ছ প্রশাসন এবং রাজ্যের শান্তি ও উন্নয়ন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:২৯
শপথ: প্রেমসিংহ গোলে। রয়েছেন রাজ্যপাল গঙ্গা প্রসাদ।

শপথ: প্রেমসিংহ গোলে। রয়েছেন রাজ্যপাল গঙ্গা প্রসাদ।

সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার (এসকেএম) সভাপতি প্রেমসিংহ গোলে (তামাং)। সোমবার সকালে গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে গোলেকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল গঙ্গা প্রসাদ। গোলের সঙ্গে ১১ জন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২৫ বছর টানা ক্ষমতায় থাকার পর পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) এ বার ভোটে পরাজিত হয়েছে। ৩২ আসনের সিকিম বিধানসভায় ১৭টি আসন গোলের দল দখল করেছে। গোলে ভোটে না দাঁড়ানোয় ছ’মাসের তাঁকে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। ছোট পাহাড়ি রাজ্য সিকিএমের কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শপথ নেওয়ার পর গোলে জানিয়েছেন, তাঁর লক্ষ্য স্বচ্ছ প্রশাসন এবং রাজ্যের শান্তি ও উন্নয়ন। তিনি বলেছেন, ‘‘সিকিমের মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা পুরোপুরি পালন করা হবে। সসব স্তরের মানুষের উন্নয়নের জন্য করবে নতুন সরকার।’’ শপথের পর গোলে মন্ত্রিসভার বৈঠক করেন। সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থদের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন লালবাতি-নীলবাতির ব্যবহার নিয়েও। সরকারি দফতরের কর্মদিবস সপ্তাহে ছ’দিনের বদলে পাঁচ দিন করা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিন গোলের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাইচুং ভুটিয়ার নতুন তৈরি দল হামরো সিকিম পার্টির তরফে গোলেকে শুভেচ্ছাবার্তা জানানো হয়। পবন চামলিং এক বার্তায় নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি গণতন্ত্রের সৈনিক। মানুষ যেখানে রাখবেন, সেখানেই থাকব। সিকিম সরকার মানুষের জন্য কাজ করবে বলেই আশাবাদী। তেমনই, বিরোধী হিসেবে কী ভূমিকা পালন করা দরকার, তা এবার সিকিমবাসীকে দেখাব।’’

Prem Singh Golay Sikkim
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy