দিল্লির অনুমতি না নিয়ে সম্প্রতি ঢুকে পড়েছিল ‘শি ইয়ান ১’ নামে একটি চিনা জাহাজ। পিছু তাড়া করে নৌবাহিনী সেটিকে এলাকাছাড়া করেছে। আগামী কাল নৌবাহিনী দিবস উদ্যাপনের প্রাক্কালে মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ভারত মহাসাগরে উত্তরোত্তর উপস্থিতি বাড়াচ্ছে চিন। আচমকা ঢুকে পড়ছে চিনা জাহাজ। সীমানা লঙ্ঘন করে ঢুকে পড়ছে রণতরীও। গোপনে ঢুকে পড়ছে চিনের সাবমেরিন। ভারত মহাসাগরের অর্থনৈতিক জোনের কাছাকাছি এলাকায় গড়ে সাত থেকে আটটি চিনা জাহাজ ঘোরাফেরা করছে। ভারত সেগুলির উপর কড়া নজর রাখছে। করমবীর বলেছেন, ‘‘২০০৮ সাল থেকেই ভারত মহাসাগরে উত্তরোত্তর চিনের উপস্থিতি বাড়ছে। আমরা নজর রাখছি।’’
ভারত মহাসাগরে কেন ঢুকে পড়ছে চিনা জাহাজগুলি?