Advertisement
১৯ মে ২০২৪

উনি নিজেই আস্ত একটা বিশ্ববিদ্যালয়, বললেন মোদী

প্রণব মুখোপাধ্যায়ের ‘অপরিসীম জ্ঞান’-এর ভূয়সী প্রশংসায় নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘‘আমাদের রাষ্ট্রপতি নিজেই একটি বিশ্ববিদ্যালয়।’’ মোদীর কথায়, সবচেয়ে বড় লাভ হল প্রণববাবুর কাছে আসার সুযোগ পাওয়া।

শ্রদ্ধাবনত। রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে প্রনাম প্রধানমন্ত্রীর। ছবি: পিটিআই।

শ্রদ্ধাবনত। রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে প্রনাম প্রধানমন্ত্রীর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৫:১২
Share: Save:

প্রণব মুখোপাধ্যায়ের ‘অপরিসীম জ্ঞান’-এর ভূয়সী প্রশংসায় নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘‘আমাদের রাষ্ট্রপতি নিজেই একটি বিশ্ববিদ্যালয়।’’ মোদীর কথায়, প্রধানমন্ত্রী হয়ে তাঁর সবচেয়ে বড় লাভ হল প্রণববাবুর কাছে আসার সুযোগ পাওয়া।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সম্মেলনে এ দিন আমন্ত্রিত ছিলেন দেশের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। আমন্ত্রিত ছিলেন এনআইটি এবং আইআইটিগুলির প্রধানরা। তাঁদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাষ্ট্রপতি জ্ঞানের সাগর। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী হয়ে কীভাবে আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি, আমি বলব আমি তাঁর মতো মানুষের কাছে আসার সুযোগ পেয়েছি।’’ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এতই জ্ঞানী যে যখনই আমি তাঁর সঙ্গে দেখা করি, তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন পরিস্থিতি আমাকে খুব ভালভাবে বুঝিয়ে দেন।’’ বিশ্ববিদ্যালয় এবং এনআইটি-আইআইটি প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রীর পরামর্শ, ‘‘যদি আপনারা রাষ্ট্রপতির নির্দেশ মতো কাজ করেন, তা হলে গোটা জাতি উপকৃত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE