রাজনৈতিক জীবনে ইতি টেনে গিয়েছেন রাইসিনা হিলসে। সেখানে তাঁর মেয়াদ ফুরিয়ে আসার মুখে প্রণব মুখোপাধ্যায় আজ জানিয়ে দিলেন, রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পরে এ বার তিনি ফিরে যেতে চান ব্যক্তিগত জীবনে, তাঁর পড়াশোনার জগতে। দ্বিতীয় বার তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে কিনা মোদী সরকার, তা নিয়ে জল্পনা হয়েছে বহুবার। বিধানসভার সাম্প্রতিক ভোটে বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি পদের নির্বাচনে নিজস্ব প্রার্থী বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বিজেপির সামনে। এমন পরিস্থিতিতে প্রণববাবু নিজের আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে দিয়ে নিজেই যাবতীয় জল্পনায় ইতি টানলেন।
আরও পড়ুন: ‘০১১৪৯৬৯৪৯৯৮’ নম্বরে ফোন করুন, তাপসী পান্নু বলছেন সমাধান হবেই
হইচইয়ে বারবার সংসদ অচল হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। মুম্বই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তাঁর মন্তব্য, শিক্ষা ক্ষেত্রে অসহিষ্ণুতার কোনও জায়গা নেই।