ফের জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মন্দিরের পুরোহিত। রাজস্থানের করৌলির পরে এ বার উত্তরপ্রদেশের গোন্ডায়।
অভিযোগ, শনিবার রাতে ইটিয়া ঠোক গ্রামের রাম ঝাঁকি মন্দিরের পুরোহিত সম্রাট দাসকে গুলি করে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। রাতেই তাঁকে গোন্ডা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ডাক্তারদের পরামর্শে ১১৭ কিলোমিটার দূরে রাজধানী লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গোন্ডা শহরের ২৫ কিলোমিটার দূরে মনোরমা নদীর তীরে অবস্থিত রাম ঝাঁকি মন্দিরের প্রায় ১০০ বিঘা সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি দুষ্কৃতী চক্রের নজর ওই জমির উপর। তারা এর আগে জমি দখলের চেষ্টা করায় সম্রাট বাধা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছিল।