Advertisement
E-Paper

কর্পোরেট-বন্ধু নই, জবাব প্রধানমন্ত্রীর

ন’মাসে বিরোধীদের ক্রমাগত প্রচারে তাঁর সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, তা আজ ভাঙতে তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ন’মাসে প্রায়ই তাঁর দিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কখনও শুনতে হয়েছে, মোদী শুধুই ‘ভাষণ’ দেন, বাস্তবে কোনও কাজ হচ্ছে না। কখনও বা শুনতে হয়েছে, যে সব প্রকল্প সরকার ঘোষণা করছে, সেগুলি সবই ইউপিএ আমলে ঘোষিত। নাম বদলে পুরনো বোতলে নতুন মদ পরিবেশন হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ০৩:৪৩

ন’মাসে বিরোধীদের ক্রমাগত প্রচারে তাঁর সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, তা আজ ভাঙতে তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ন’মাসে প্রায়ই তাঁর দিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কখনও শুনতে হয়েছে, মোদী শুধুই ‘ভাষণ’ দেন, বাস্তবে কোনও কাজ হচ্ছে না। কখনও বা শুনতে হয়েছে, যে সব প্রকল্প সরকার ঘোষণা করছে, সেগুলি সবই ইউপিএ আমলে ঘোষিত। নাম বদলে পুরনো বোতলে নতুন মদ পরিবেশন হচ্ছে। বিরোধীরা স্মরণ করিয়ে দিচ্ছেন, ভোটের সময়ে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা গেল কোথায়? কখনও বা বলা হচ্ছে, মোদী সরকার গরিব-বিরোধী, নজর শুধু কর্পোরেটে। উন্নয়ন শুধুই দিবাস্বপ্ন, এই সরকার আর সঙ্ঘ-বিজেপির মন শুধু হিন্দুত্ব ও সাম্প্রদায়িক রাজনীতিতে।

এককাট্টা বিরোধীদের এই প্রচারের খেসারত দিতে হয়েছে দিল্লির নির্বাচনে। মোদী ভেবেছিলেন, অন্তত বাজেট পেশের পর সরকারের গরিব-দরদি ভাবমূর্তি গড়ে উঠবে। কিন্তু বিরোধীদের আক্রমণ তাতেও থামেনি। উল্টে সঙ্ঘের কৃষক ও শ্রমিক সংগঠনও এখন বাজেটের বিরোধিতা করে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। এই অবস্থায় আজ সকালেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী সব সাংসদকে বলেন, “বাজেটে গরিবদের পক্ষে যে সব পদক্ষেপ করা হয়েছে, তা সংসদীয় কেন্দ্রে গিয়ে প্রচার করুন।” কিন্তু শুধু সাংসদদের জন্য অপেক্ষা না করে প্রধানমন্ত্রী আজ নিজেই রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতায় ধন্যবাদ জ্ঞাপক বিতর্কে অংশ নিয়ে তাঁর ও সরকারের বিরুদ্ধে তৈরি ধারণা ভাঙতে সচেষ্ট হলেন।

বিরোধীদের দিকে পাল্টা কটাক্ষ করে মোদীর বক্তব্য, “ক্ষমতার নেশা এমন চুর করে দেয়, যে নিচু হয়ে জমির দিকে কেউ তাকান না। তাকালে বাস্তবে সরকারের কথার প্রতিফলন ঘটছে না, এ কথা বলা হতো না।” এর পর প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, ইউপিএ আমলে প্রতি দিন ৫ কিলোমিটার রাস্তা তৈরি হতো। গত ন’মাসে হচ্ছে রোজ ১০ কিলোমিটার। গত বছরে রেল লাইন পাতা হয়েছে ৩৯০ কিলোমিটার, এই সরকারের ন’মাসে ৪১০ কিলোমিটার। গেজ পরিবর্তন গত বছরে হয়েছিল ৫৮৫ কিলোমিটার, মোদী সরকারে ৭০০ কিলোমিটার। ইউপিএ আমলে ৪৫ মাসে আধার কার্ড হয়েছে ৭ কোটি। মোদী সরকারের ন’মাসে ১৭ কোটি। একশো দিনের কাজের সঙ্গে আধারের যোগ ইউপিএ আমলে ৫ হাজার, মোদী আমলে ৮ লক্ষ।

দিল্লিতে আম আদমি পার্টির জয় ও তাতে উৎসাহিত বিরোধীদের জমি বিল নিয়ে আন্দোলনের পর মোদীকে বেশি করে বোঝাতে হচ্ছে তিনি গরিব-বিরোধী নন। সে কারণে আজ স্বচ্ছতা অভিযান, জনধন প্রকল্প, বিদ্যালয়ে শৌচালয়, গঙ্গা সাফাই, জমি বিলে গরিবদের জন্য ঘর, সেচের ব্যবস্থা, কৃষকদের জন্য প্রকল্প, বাজেটে বিমা প্রকল্প, দুর্ঘটনা বিমা, ছোট ব্যবসায়ীদের জন্য সুবিধে তুলে ধরেন মোদী। তিনি বোঝাতে চেয়েছেন, একটা প্রকল্পও কর্পোরেটের সুবিধের জন্য নয়। সবই গরিবদের কথা ভেবে। সাম্প্রদায়িকতার রাজনীতি যে তাঁর সরকার প্রশ্রয় দেয় না, তা বোঝাতে গিয়ে মোদী জম্মু-কাশ্মীর ও গোয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।

আমলা বদল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করতে প্রধানমন্ত্রী কংগ্রেস নেতাদের স্মরণ করিয়ে দেন ইউপিএ আমলে রদবদলের কথা। কী ভাবে ক্যাবিনেট সচিব থেকে বিদেশ-প্রতিরক্ষা সচিবকে বদল করা হয়েছে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পরেই। কী ভাবে রাজ্যপালদেরও সরানো হয়েছে। মোদী বলেন, “আমি সংসদে নতুন হতে পারি, কিন্তু খাজানা অনেক বড়। ফলে আক্রমণ করতে হলে ভেবে করা উচিত।” প্রধানমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে ইউপিএ সরকার সময় মতো সিট গঠন করে ফেললে এত দিনে কালো টাকা উদ্ধার হয়ে যেত। প্রকল্পের নাম বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রীর জবাব, অটলবিহারী বাজপেয়ীর আমলে তৈরি ‘মাল্টিপার্পাস ন্যাশনাল কার্ডের’ নাম বদলে ইউপিএ আধার কার্ড দিয়েছিল। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা করা হয় একশো দিনের কাজ। তথ্য আইনের স্বাধীনতা প্রকল্পের নাম বদলে তথ্য জানার অধিকার করা হয়। মোদীর মতে, “লালকেল্লা থেকেই আমি বলেছি, আজ পর্যন্ত দেশের অগ্রগতির পিছনে সব সরকারেরই অবদান আছে। কিন্তু প্রকল্পের নাম বদলানো নিয়ে কটাক্ষ করে লাভ নেই।” তাঁর কথায়, “আসল বিষয় হল, সমস্যাগুলি থেকে গিয়েছে। তার সমাধানেরই পথ খুঁজছি আমি। যেখানে সকলের সহযোগিতা দরকার।”

narendra modi union budget land aquisition bill corporate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy