সাজাপ্রাপ্ত দুই কয়েদি বেআইনি ভাবে জেলের বাইরে গিয়ে হাতে নাতে ধরা পড়ল। অভিযোগ, জেলারের ব্যক্তিগত কাজে ধলাইয়ের কমলপুর জেলের দুই কয়েদিকে জেলের বাইরে পাঠানো হয়েছিল। জেলের দুই কয়েদি সঞ্জীব দেবনাথ এবং নৃপেন দেবনাথ জেল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় ফুলছড়ি বাজারে গত কাল ধানের বস্তা নিয়ে যেতেই কিছু ব্যক্তি সাজাপ্রাপ্ত দুই কয়েদিকে দেখে হইচই জুড়ে দেন। খবর যায় কমলপুরের এসডিএম শুভাশিস দাসের কাছে। এসডিএম সময় নষ্ট না করে ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘‘খবর পেয়ে তড়িঘড়ি চলে আসি। দু’জন সাজাপ্রাপ্ত কয়েদিকে ধরে নিয়ে আবার জেলে ঢোকানো হয়েছে।’’