Advertisement
E-Paper

অসমের বরপেটার মেডিক্যাল কলেজে ১০ শিশুর মৃত্যু নিয়ে তদন্ত

অস্বস্তিতে অসমের সরকার। মাত্র ২৪ ঘণ্টায় বরপেটার সরকারি হাসপাতালে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৮:৫৮
উত্তরপ্রদেশের পর অসম। ফের বিজেপি শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল। —প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের পর অসম। ফের বিজেপি শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল। —প্রতীকী ছবি।

২৪ ঘণ্টার মধ্যে বরপেটার ফকরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ নবজাতকের মৃত্যু হল। মত শিশুদের পরিবারের দাবি, চিকিৎসকের অভাবে ও পর্যাপ্ত অক্সিজেন না থাকার ফলেই এই ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, গত কাল রাতে হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে পাঁচ শিশুর মৃত্যু হয়। আজ মারা যায় আরও পাঁচ শিশু। সম্প্রতি ২৬ জন চিকিৎসক ওই হাসপাতাল ছেড়েছেন। তাই হাসপাতালে চিকিৎসকের অভাব ছিল বলে অভিযোগ। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, নিউবর্ন কেয়ার ইউনিটটি দু'মাস আগে খোলা হয়। সেখানে পর্যাপ্ত চিকিৎসক ছিলেন। শিশু বিভাগে কোনও চিকিৎসক ইস্তফা দেননি। নবজাতকদের সাধ্যমতো চিকিৎসার চেষ্টাও হয়েছে। শিশুদের অতি শোচনীয় শারীরিক অবস্থা, কম ওজনই মৃত্যুর জন্য দায়ী। দু'জন মায়ের বয়স ২০ বছরের কম ছিল। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুজরাত দাঙ্গায় মোদীর কোনও ষড়যন্ত্র ছিল না: জানিয়ে দিল হাইকোর্ট

আরও পড়ুন: রাধে মা’কে কুর্সি ছেড়ে করজোড়ে উঠে দাঁড়ালেন পুলিশকর্তা!

স্বাস্থ্য শিক্ষা দফতরের অধিকর্তা, ইউনিসেফের প্রতিনিধিও হাসপাতালে গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, শিশুরা ২৮ থেকে ৭২ ঘণ্টা হাসপাতালে ছিল। কাকতালীয় ভাবে পরপর তাদের মৃত্যু হয়েছে। গর্ভাবস্থা অনেকেরই চেকআপ বা চিকিৎসা ঠিক মতো হয়নি। হাসপাতালে পরিকাঠামোর অভাব নেই। হাসপাতালে ৬ জন বিশেষজ্ঞ-সহ ১০ জন চিকিৎসকও ছিলেন।

Assam Barpeta Child Death Child Mortality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy