চুলের ছাঁট ‘অশোভন’। সেই ‘অপরাধে’ কলেজ পড়ুয়া ছাত্রের মাথা ন্যাড়া করিয়ে দিলেন অধ্যাপক! সম্প্রতি তেলঙ্গানার একটি সরকারি মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
অভিযোগটি এনেছেন তেলঙ্গানার খাম্মাম জেলার একটি সরকারি মেডিক্যাল কলেজের এক প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ, গত ১২ নভেম্বর কলেজের হস্টেলে তাঁরই কয়েক জন সিনিয়র দাবি করেন, তাঁর চুলের ছাঁটটি ডাক্তারি পড়ুয়াদের জন্য একেবারে অনুপযুক্ত। বাধ্য হয়ে ফের চুল কাটেন ওই ছাত্র। কিন্তু তাতেও রেহাই মেলেনি। এর পর কলেজের এক সহকারী অধ্যাপক তথা হস্টেলের অ্যান্টি র্যাগিং কমিটির ইনচার্জ মেডিক্যাল অফিসার ওই ছাত্রকে জোর করে সেলুনে নিয়ে গিয়ে তাঁর মাথা ন্যাড়া করিয়ে দেন।
এর পর শুরু হয় আরও বিপত্তি। ঘটনার পর ওই ছাত্র অভিযোগ জানাতে গেলে এই ঘটনাকে আদৌ ‘র্যাগিং’ বলে মানতে রাজি হননি অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যেরা। তাঁদের যুক্তি, ওই ছাত্রকে শৃঙ্খলার পাঠ দিতে এমনটা করেছেন অধ্যাপক। যদিও অভিযোগটি প্রকাশ্যে আসতেই শনিবার ওই অধ্যাপককে হস্টেল থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ। কী ভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহও। দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি।