সেনার গুলিতে এক ট্যাক্সিচালকের মৃত্যু নিয়ে বিক্ষোভে উত্তাল হল কাশ্মীরের কুপওয়ারা। শনিবার রাতে কুপওয়ারার থান্ডিপোরা এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে সেনা ও পুলিশ। সেনার তরফে জানানো হয়েছে, কিছু গতিবিধি দেখে গুলি চালান জওয়ানেরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। সেই সময়ে দু’পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে আহত হন স্থানীয় ট্যাক্সিচালক আসিফ ইকবাল বাট। তাঁকে প্রথমে ক্রালপোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শ্রীনগরের হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এক জন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন আসিফ। বাড়ি থেকে কিছু দূরেই ওৎ পেতে ছিলেন জওয়ানেরা। আসিফকে দেখা মাত্রই গুলি করা হয়।
ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ কুপওয়ারায় পথে নামে স্থানীয়দের একাংশ। বাহিনী-জনতা সংঘর্ষে এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েক জন আহত হন। কুপওয়ারা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি মুনির খান বলেন, ‘‘ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এফআইআর করে তদন্ত শুরু করেছি। আসিফের পরিবারকে সব রকম সহায়তা দেওয়া হবে।’’ সেনাও ঘটনার তদন্ত শুরু করেছে।