Advertisement
E-Paper

৩০ ও ৩১ মে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগাতে পারে এটিএম-ও

বুধ ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের (ইউএফবিইউ) আওতায় থাকা কর্মী ও অফিসারদের ৯টি সংগঠন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৩:২১

বুধ ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের (ইউএফবিইউ) আওতায় থাকা কর্মী ও অফিসারদের ৯টি সংগঠন। ইউএফবিইউয়ের আহ্বায়ক সিদ্ধার্থ খান জানান, দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১.৪০ লক্ষ শাখা ছাড়াও ধর্মঘটের আওতায় রয়েছে সমস্ত বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক, এটিএমগুলিও। ফলে টানা দু’দিন ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ থাকবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে এটিএম থেকে টাকা তুলতে গেলেও।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাসের দাবি, ‘‘আগের বার ২০১২ সালে ১৫% বেতন বেড়েছিল। সেখানে এ বার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) মাত্র ২% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আমরা চাই তা ৩০% বাড়ানো হোক। আইবিএ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ধর্মঘটের পথে নেমেছি।’’

সঞ্জয়বাবুর অভিযোগ, এ ছাড়া বেতন সংশোধনের আওতায় থাকা অফিসারদের সাতটি গ্রেডের মধ্যে চারটিকে বাদ দেওয়ার কথা বলেছে আইবিএ। ওই প্রস্তাবও খারিজ করেছেন তাঁরা। ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর জানান, ধর্মঘটের আওতায় এটিএম-ও থাকবে। তিনি বলেন, ‘‘এটিএমের নিরপত্তাকর্মীরা আমাদের ইউনিয়নে রয়েছেন। ফলে তাঁরা এটিএমের দরজা না খুললে পরিষেবা বন্ধই থাকবে।’’

আরও পড়ুন: সাফল্য প্রচারেও কংগ্রেসের নিন্দা

ইউনিয়ন এবং আইবিএ-র বিরোধ মেটাতে সোমবার দিল্লিতে দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় শ্রম কমিশনার। কিন্তু তা ব্যর্থ হয়েছে।

Bank Strike UFBU PSB Public Sector Banks Price Hike Bank Employees
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy