একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিসে যাচ্ছিলেন। শনিবার দিল্লি বিমানবন্দরেই তাঁকে আটকে দিল অভিবাসন দফতর। শেষমেশ বিমান ধরা হল না কাশ্মীরের পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুর। কেন তাঁকে আটকানো হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। অভিবাসন দফতরের কর্তারা শুধু জানিয়েছেন, ইরশাদ বিদেশ যেতে পারবেন না।
বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবি টুইটারে পোস্ট করে ইরশাদ লেখেন, ‘একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে শনিবার দিল্লি থেকে প্যারিস যাচ্ছিলাম। ২০২০ সালে এরিজ গ্রান্ট পুরস্কার জিতেছিলেন যে ১০ জন, তাঁদের মধ্যে আমিও রয়েছি। ফরাসি ভিসা থাকা সত্ত্বেও আমায় দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। কোনও কারণ জানানো হয়নি। তবে বলা হয়েছে আমি বিদেশে যেতে পারব না।’