মাত্র কয়েক মিনিটের কথা। তার পরেই ফোনের ও পারে একটা বিকট কানফাটানো শব্দ। মুহূর্তেই নেমে এল একটা চরম নিস্তব্ধতা। ফোনের এ পার থেকে ‘হ্যালো…হ্যালো’ কণ্ঠস্বরটা ভেসে যাচ্ছিল। কিন্তু ফোনের ও পার থেকে আর কোনও প্রত্যুত্তর ফিরে আসেনি।
প্রদীপ সিংহ যাদব। উত্তরপ্রদেশের কনৌজের আজান সুখসেনপুরের বাসিন্দা। সিআরপিএফ জওয়ান। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপির কনভয়ের উপর হামলা হয়, সেই দলেই ছিলেন প্রদীপ। আত্মঘাতী হামলায় জওয়ানদের যে গাড়িটি পুরো উড়ে গিয়েছিল, সেই গাড়িতেই সহকর্মীদের সঙ্গে ছিলেন তিনি। হামলার ঠিক আগেই বাড়িতে ফোন করেছিলেন। স্ত্রী নীরজ দেবীর সঙ্গে কথা হয়েছিল প্রদীপের। মেয়েরা কেমন আছে, কী করছে— সবই খোঁজ নিয়েছিলেন।
শুক্রবার নীরজ দেবী বলেন, “প্রদীপের সঙ্গে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতেই ফোনের ও পারে বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। কয়েক সেকেন্ডের চরম নিস্তব্ধতার পরই ফোনটা কেটে গেল।” তিনি আরও বলেন, “আঁচ করতে পেরেছিলাম কিছু একটা অঘটন ঘটেছে। মনটা অস্থির হয়ে উঠছিল। বার বার ফোন করতে থাকি। কিন্তু নাহ! কোনও সাড়াশব্দ পাইনি। মুহূর্তে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল।”