Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আমার বুকে একই আগুন: প্রধানমন্ত্রী

পাকিস্তানকে শাস্তি দওয়ার কথা। কিন্তু বিহারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনালেন, এ রাজ্যের উন্নয়নের কথা!  

পুলওয়ামায় জওয়ানদের ওপরে হামলার জবাব নিয়ে বারাউনিতে কার্যত মুখই খুললেন না মোদী। —ফাইল চিত্র।

পুলওয়ামায় জওয়ানদের ওপরে হামলার জবাব নিয়ে বারাউনিতে কার্যত মুখই খুললেন না মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৩
Share: Save:

তিনি জানেন, মানুষ শুনতে চান জবাবের কথা। পাকিস্তানকে শাস্তি দওয়ার কথা। কিন্তু বিহারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনালেন, এ রাজ্যের উন্নয়নের কথা!

প্রথম ধাক্কায় ‘খুব বড় ভুল’ আর ‘খুব চড়া দাম’-এর কথা বলেছেন দু’দিন আগে। আজ বেগুসরাইয়ের বারাউনিতে এসেছিলেন সরকারি অনুষ্ঠানে। পুলওয়ামায় জওয়ানদের ওপরে হামলার জবাব নিয়ে সেখানে কার্যত মুখই খুললেন না মোদী। বক্তৃতার শুরুতে কাশ্মীরে নিহত বিহারের দুই জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানানোর পরে শুধু বলেন, ‘‘আপনাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, আমার হৃদয়েও সেই আগুনই জ্বলছে।’’ এর পরে পুলওয়ামা হামলা বা সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে আর একটি কথাও তোলেননি প্রধানমন্ত্রী। মাত্র ২৭ মিনিটের বক্তৃতায় ঝাঁঝও ছিল তুলনামূলক ভাবে কম।

তবে বিরোধীরা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে ছাড়েনি। আরজেডি সহসভাপতি শিবানন্দ তিওয়ারির দাবি, এই হামলা হয়েছে সরকারের ভুলেই। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝি বলেন, ‘‘একের বদলে দশ জনের মাথা এনে দেখান প্রধানমন্ত্রী।’’ বিরোধী দলনেতা তেজস্বী যাদব অবশ্য নিশানা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। বিহারকে বিশেষ রাজ্য ঘোষণার দাবি নিয়ে সক্রিয় না-হওয়ার জন্য।

এ দিন পটনা মেট্রো-সহ বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই মেট্রো রেলের দাবি ছিল পটনাবাসীর। দলের মোদী-বিরোধী পটনাসাহিবের সাংসদ শত্রুঘ্ন সিন্‌হাও একে স্বাগত জানিয়েছেন। মোদী এ দিন ছপরা ও পূর্ণিয়ায় মেডিকেল কলেজ, পটনায় আর একটি এমস, গড়ার ঘোষণা করেছেন। জানিয়েছেন, শীঘ্রই পটনার সঙ্গে জুড়বে পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর গ্যাস লাইন, পটনা শহরে চলবে সিএনজি গাড়ি। আজ পটনা শহরে বাড়ি বাড়ি গ্যাসের লাইন-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE