Advertisement
E-Paper

ঠিক যেন জরুরি অবস্থা, বললেন অরুন্ধতী, প্রতিবাদ দেশ জুড়ে

বিদ্বজ্জনদের ধরপাকড়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। লেখক থেকে রাজনীতিবিদ— সকলেই প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ১৯:১৩
গ্রাফিক শৌভিক দেবনাথ।

গ্রাফিক শৌভিক দেবনাথ।

বিদ্বজ্জনদের ধরপাকড়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। লেখক থেকে রাজনীতিবিদ— সকলেই প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়।

লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, ‘‘কবি, সাহিত্যিক, দলিত আন্দোলনকারী, আইনজীবীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। জেলে পোরা হচ্ছে। ঠিক যেন জরুরি অবস্থা। ওদের উচিত গোরক্ষার নামে যাঁরা গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে এবং উস্কানি দিচ্ছে, তাঁদের গ্রেফতার করা।’’

তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ভয়-ভীতির পরিবেশ সৃষ্টির বদলে ভারতের উচিত মত প্রকাশ, সভা সমিতি গঠন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করা। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, বিদ্বজ্জনদের প্রতিবাদী ভাবমূর্তি এবং কাজকর্মের জন্যই কি তাদের গ্রেফতার করা হচ্ছে।’’

পুলিশের ধরপাকড়ের খবর সামনে আসার পর বিজেপি-র নিন্দা করে যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।গুজরাতের দলিত নেতা জিগ্নেশ মেবাণি, সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা ফিল্মমেকার নকুল সিংহ, সমাজকর্মী স্বামী অগ্নিবেশ ও আরও অনেকে এই যৌথ বিবৃতি দিয়েছেন।

আরও পড়ুন: ভিমা কোরেগাঁও কাণ্ডে ‘মাও যোগ’! দেশ জুড়ে বিদ্বজ্জনদের ধরপাকড়

বিবৃতিতে কড়া ভাষায় বিজেপির নিন্দা করা হয়েছে।তাতে বলা হয়েছে,‘বিজেপির বিরুদ্ধে যাঁরাই সুর চড়িয়েছে, তাঁদেরই পরিণতি ভয়ানক হয়েছে। সমাজকর্মীসুধা ভরদ্বাজ এবং কবি ও মানবাধিকার কর্মী ভারাভারা রাও, গৌতম নাভলাখা, অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালভেস— এঁরা সকলেই পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই চালাচ্ছেন। এঁদের গ্রেফতারিরএকটাই উদ্দেশ্য, ভয় দেখানো। ২০১৯ লোকসভাভোটের আগে এভাবে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি।আমরা এটাও শুনেছি, সুধা ভরদ্বাজকে গ্রেফতারের পরে বিজেপি ঘনিষ্ঠ এক সংবাদমাধ্যমের জন্য অপেক্ষা করছিল পুলিশ।এঁরা দেশে চলতে থাকা অসহিষ্ণুতারবিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, বিজেপি যে কতটা ভয় পেয়েছে এর থেকেই পরিষ্কার।’

প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবিজ্ঞানী রণবীর সমাদ্দারও। তিনি বলেন, ‘‘আমি ভারাভারা রাওয়ের গ্রেফতারির ঘটনাটার কথা এখনও পর্যন্ত সঠিকভাবে জানি না। তবে গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতীয় গ্রেফতারির ঘটনায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হচ্ছে। দেশজুড়ে এরকম ঘটনা আরও ঘটছে। রাজনীতি নিয়ে সুস্থ আলোচনার পরিবেশটাই নষ্ট হতে চলেছে। বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার করা হচ্ছে। "

আরও পড়ুন: হায়দরাবাদের বাড়ি থেকে ভারাভারা রাওকে তুলে নিয়ে গেল পুণে পুলিশ

‘‘যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই বিজেপি-আরএসএসের অসাধু কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছিলেন। দেশজুড়ে দলিত-আদিবাসী এবং মুসলিমদের উপরে যে ভাবে নির্যাতন চালানো হচ্ছে, তার প্রতিবাদ করছিলেন এঁরা। তাঁদের মুক্তির জন্য আমরা লড়াই চালিয়ে যাব’’, বললেন মানবাধিকার কর্মী রণজিৎ সুর।

Bhima Koregaon violence Bhima Koregaon incident Pune police raid Varvara Rao
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy