Advertisement
E-Paper

কন্ডোম উপহার দিয়ে বিতর্কে পুণের পানশালা, বাতিল হল বর্ষবরণের ‘পার্টি’

পানশালা কর্তৃপক্ষের বক্তব্য, কন্ডোম উপহার দেওয়া কোনও অপরাধ নয়। এ ক্ষেত্রে তাঁদের যুক্তি, নবীন প্রজন্মের মধ্যে সচেতনতার পাঠ দিতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১২:১১
বিতর্কের মুখে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করল পুণের পাঠশালা।

বিতর্কের মুখে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করল পুণের পাঠশালা। —প্রতীকী চিত্র।

বর্ষবরণের রাতে যে অতিথিরা আসবেন, তাঁদের সকলকে কন্ডোম এবং ওআরএসের প্যাকেট উপহার দেওয়ার কথা ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিল পুণের একটি পানশালা। বিষয়টি নিয়ে চাপানউতর শুরু হতেই বর্ষবরণের অনুষ্ঠানই বাতিল করে দিলেন পানশালা কর্তৃপক্ষ। ওই পানশালার বিরুদ্ধে ইতিমধ্যেই পুণের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্রের প্রদেশ যুব কংগ্রেস।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নতুন বছর উদ্‌যাপন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন পানশালা কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেশ কয়েক জনকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের আগাম উপহার হিসাবে দেওয়া হয় কন্ডোম এবং ওআরএস।

পুলিশের কাছে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মহারাষ্ট্রের প্রদেশ যুব কংগ্রেসের এক নেতা বলেন, “আমরা পানশালার বিরুদ্ধে নই। কিন্তু ব্যবসার জন্য যুবকদের আকৃষ্ট করার এই পদ্ধতি পুণে শহরের ঐতিহ্যবিরোধী। আমরা পুলিশকে পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর পানশালা কর্তৃপক্ষের বক্তব্য, কন্ডোম উপহার দেওয়া কোনও অপরাধ নয়। এ ক্ষেত্রে তাঁদের যুক্তি, নবীন প্রজন্মের মধ্যে সচেতনতার পাঠ দিতেই এই সিদ্ধান্ত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পর পুলিশের এক আধিকারিক নীলকান্ত জগতপ জানান, আমন্ত্রিতদের সুরক্ষার পাঠ দিতে আগাম উপহার হিসাবে একটি হেলমেট এবং একটি ব্যাগ পাঠিয়ে দিয়েছিলেন পানশালা কর্তৃপক্ষ। সেই ব্যাগের ভিতরেই ছিল কন্ডোম এবং ওআরএস। আমন্ত্রিতের সংখ্যা ৪০ ছিল বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই নোটিস দিয়ে পানশালা কর্তৃপক্ষের জবাব তলব করেছে।

Pune Condom new year eve
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy