খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীকেই বোকা বানাল এক ব্যক্তি! সম্প্রতি ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নিল ওই ব্যক্তি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের স্ত্রী পরনীত কৌর নিজে একজন সাংসদও। বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কী হয়েছিল?
ঘটনাটা যখন ঘটে, তখন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রী পরনীত সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার হিসাবে পরিচয় দেন। তিনি পরনীত দেবীকে জানান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাইনে জমা করার জন্য অ্যাকাউন্ট ডিটেলস চাই। কথায় কথায় ওই ব্যক্তি তাঁর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ, এটিএম পিন, সিভিসি নম্বর এমনকি পরনীত দেবীর ফোন নম্বরে ব্যাঙ্কের পাঠানো ওটিপি-ও জেনে নেয়। বিন্দুমাত্র সন্দেহ না করে তিনি এগুলো সমস্ত কিছুই জানিয়ে দেন। এর কিছু পরই অবশ্য তাঁর টনক নড়ে। কী বোকামিটাই যে করে ফেলেছেন তা বুঝতে পারেন। ফোন রাখার কয়েক মিনিট পরই তাঁর ফোনে এসএমএস আসে, অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ টাকা তোলা হয়েছে।