Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

১০ লক্ষ কৃষকের ঋণ পুরোপুরি মকুব করে দিল পঞ্জাব সরকার

উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে সম্প্রতি বিজেপির সরকার কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছে। তার পরে কংগ্রেস শাসিত পঞ্জাবও একই পথে হাঁটল।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ছবি:সংগৃহীত।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ছবি:সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ২১:১৭
Share: Save:

বড়সড় চমক দিল পঞ্জাব সরকার। বিপুল অঙ্কের কৃষি ঋণ মকুব করে দেওয়ার কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। পঞ্জাব বিধানসভায় সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ক্যাপ্টেন। ১০ লক্ষেরও বেশি কৃষক এই সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে সম্প্রতি বিজেপির সরকার কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছে। তার পরে কংগ্রেস শাসিত পঞ্জাবও একই পথে হাঁটল। পঞ্জাব সরকারের এই পদক্ষেপ কৃষক আন্দোলনে উত্তাল হয়ে থাকা মধ্যপ্রদেশ সরকারের উপর কৃষিঋণ মকুবের চাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছিলেন যে প্রান্তিক কৃষকরা (৫ একর বা তার কম জমির মালিক), তাঁদের সম্পূর্ণ ঋণ সরকার মকুব করে দিচ্ছে। এই গোত্রে পড়ছেন অন্তত ৮ লক্ষ ৭৫ হাজার কৃষক, জানিয়েছে পঞ্জাব সরকার। আরও ১ লক্ষ ৫০ হাজার কৃষক, যাঁদের ঋণের পরিমাণ ২ লক্ষ টাকার বেশি, তাঁদেরকেও ২ লক্ষ টাকা করে ছাড়া দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ ঘোষণা করেছেন। ফলে মোট ১০ লক্ষ ২৫ হাজার কৃষক পঞ্জাব সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন বলে অমরেন্দ্র সিংহ জানিয়েছেন।

আরও পড়ুন: কোবিন্দে নারাজ প্রায় সব বিরোধী দল, উঠছে মীরার নাম, সিদ্ধান্ত ২২ জুন

(সবিস্তার আসছে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE