ঘুষকাণ্ডে ধৃত পঞ্জাবের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এক বিবৃতি দিয়ে ভুল্লারের সাসপেন্ডের বিষয়টি জানানো হয়েছে।
ব্যবসায়ীর কাছে থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে ভুল্লারের বিরুদ্ধে। সেই অভিযোগের সূত্র ধরে ডিআইজির বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযানের সময় ডিআইজির বাড়ি থেকে নগদ সাত কোটি টাকা, দেড় কেজি সোনার গয়না, দামি দামি বেশ কয়েকটি ঘড়ি, বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়। ডিআইজির বাড়ি থেকে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলতেই রাজ্য পুলিশমহলে হুলস্থুল পড়ে যায়। বুধবার গ্রেফতার করা হয় ডিআইজিকে।
শুক্রবার তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভুল্লারের বিরুদ্ধে অভিযোগ, ‘সেবা-পানী’র নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতেন। ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করা হত বলে অভিযোগ। কেউ যদি দিতে অস্বীকার করতেন, তা হলে তাঁকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন ডিআইজি। এমনও অভিযোগ উঠেছে।