বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি এ বার পৌঁছল সুপ্রিম কোর্টে। বিএসএফ-এর এক্তিয়ার আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পঞ্জাব সরকার। আদালত সূত্রে জানা গিয়েছে, ৪ সপ্তাহ বাদে এই মামলার শুনানি হবে।
আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ১৫ কিলোমিটার ভিতর পর্যন্ত এত দিন তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতারি চালাতে পারত বিএসএফ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই নিয়মে বদলে এনে, ১৫ কিলোমিটারের এক্তিয়ার বাড়িয়ে ৫০ কিলোমিটার করে। তা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ ও পঞ্জাব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এ বার এই প্রসঙ্গ পৌঁছল আদালতে। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল পঞ্জাবের চন্নী সরকার। সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রকে নোটিস পাঠানো হয়েছে।