Advertisement
E-Paper

সন্তান জন্ম দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে ঢোকার আগে ডাক্তারের সঙ্গে নাচে মাতলেন পঞ্জাবের মহিলা

প্রসবের আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই নাচে মাতলেন গর্ভবতী মহিলা ও তাঁর চিকিৎসক! শুধু তাই নয়, রীতিমতো বেশ কিছুক্ষণ চলল সেই নাচ!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৪:১৫
এভাবেই নাচে মাতলেন সেই মহিলা।

এভাবেই নাচে মাতলেন সেই মহিলা।

প্রসবের আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই নাচে মাতলেন গর্ভবতী মহিলা ও তাঁর চিকিৎসক! শুধু তাই নয়, রীতিমতো বেশ কিছুক্ষণ চললও সেই নাচ! চিকিৎসক ও হবু মা’য়ের সেই নাচের ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মহিলার নাম সঙ্গীতা শর্মা বলে জানা গিয়েছে।

প্রসবের আগে অপারেশন থিয়েটারে তাঁকে নিয়ে যাওয়া হবে একটু পরেই। এই সময়ে একটু হলেও চিন্তা বা টেনশন হয়েই থাকে সকলের। কিন্তু পঞ্জাবের লুধিয়ানার এই মহিলা আর তাঁর চিকিৎসককে দেখলে কে বলবে সেই কথা? মাল্টিস্টারার বলিউডি ছবি ‘দিল ধড়কনে দো’-র ড্যান্সিং নাম্বার ‘গার্লস লাইক টু সুইং’ গানের তালে পা’য়ে পা মেলাতে দেখা গেল সেই মহিলা ও তাঁর চিকিৎসককে। ডাক্তার ও সঙ্গীতাকে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাক পরা অবস্থাতেই।

‘দিল ধড়কনে দো’ সিনেমায় এই গানের তালে নাচতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। তবে অনুষ্কাকেও রীতিমতো টক্কর দিয়েছেন ওই চিকিৎসক ও মহিলা। অস্ত্রোপচারের আগে হালকা থাকতেই এই কাজ করেছেন তাঁরা বলে মনে করা হচ্ছে। দেখে নিন সেই নাচের ভিডিয়ো:

আরও পড়ুন: মানুষ নাকি ভীনগ্রহী, শারীরিক গঠনের জন্য লাগাতার বিদ্রুপের শিকার যুবক

বিশিষ্ট শিল্পপতি হর্ষ গোয়েন্‌কা এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করতেই তা ব্যপক জনপ্রিয় হয় নেটিজেনদের মধ্যে। যদিও গর্ভবতী অবস্থায় এই কাজ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই প্রসঙ্গে ওই মহিলা নিজের থেকে এগিয়ে এসে বলেছেন, এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। আর এই নাচটি তাঁর জন্য সহজ ছিল কারণ তিনি পেশায় একজন কোরিয়োগ্রাফার।

আরও পড়ুন: হাজার লিটার মদ খেয়েছে ইঁদুর! দাবি উত্তরপ্রদেশ পুলিশের

Punjab Ludhiana Pregnant Woman Dil Dhadakne Do
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy