সনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু পুত্র রাহুল গান্ধী কোথায়, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠেছিল খোদ কংগ্রেসের অভ্যন্তরে। আজ রাহুলের ‘নিরুদ্দেশ’ থাকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
মাঝেমধ্যেই একলা বিদেশ সফরে যান রাহুল। নিশিকান্তের কটাক্ষ, ‘‘কংগ্রেসের যুবরাজ কি ভারতকে ভাগ করতে তৎপর আমেরিকান ধনকুবের জর্জ সোরসের ছেলের বিয়েতে যোগ দিতে বিদেশে গিয়েছেন?.. কারণ সনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে রাহুলকে এক বারও দেখা যায়নি।’’ ঘোষিত ভারত-বিরোধী জর্জ সোরসের সঙ্গে কংগ্রেস তথা রাহুলের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ভারতকে ভাঙতে যে শক্তিগুলি সক্রিয়, সোরস তার অন্যতম। তিনি পিছন থেকে রাহুলকেও সমর্থন জুগিয়ে চলেছেন বলে বিজেপির অভিযোগ। সূত্রের মতে, রাহুল সোরসের ছেলের বিয়েতে গিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা ছিল কংগ্রেসের অভ্যন্তরেও। দল এ নিয়ে নীরব থাকলেও, আগামিকাল রাহুলের জন্মদিনের আগে এ নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিলেন নিশিকান্ত। রাহুলের জন্মদিনে কাল দিল্লিতে যুব কংগ্রেস ‘মহা রোজগার মেলা’র আয়োজন রয়েছে। কিন্তু সেখানে রাহুল উপস্থিত থাকবেন, এমন নিশ্চয়তা দিতে পারেননি কংগ্রেসের কোনও নেতাই।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)